ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৬২ জন।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া শিশুটির বয়স দুই বছর এবং সে বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। চলতি বছর ডেঙ্গুতে এটি ৪১তম মৃত্যু। মৃতদের মধ্যে ২৩ জন পুরুষ ও ১৮ জন নারী।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৪১ জন ভর্তি হয়েছেন বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে, যা যে কোনো বিভাগের তুলনায় সবচেয়ে বেশি। ঢাকা মহানগরে ভর্তি হয়েছেন ৪৮ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৪০ জন, ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চলে ১৮ জন, খুলনা ও ময়মনসিংহ বিভাগে ৬ জন করে এবং সিলেট বিভাগে ভর্তি হয়েছে ৩ জন।
এ নিয়ে ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত দেশে মোট ৯ হাজার ৪৮৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।
প্রসঙ্গত, ২০২৩ সালে, ডেঙ্গুতে রেকর্ড ১,৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।