শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উদযাপিত

প্রতিনিধি: / ১৩০ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

বাগেরহাট প্রতিনিধিঃ  বাগেরহাটে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার( ২৬ জুন) সকালে জেলা প্রশাসন চত্বরে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধীআন্তর্জাতিক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক রেলি ও আলোচনা সভা ,রচনা ও চিত্রাঙ্গন প্রতিযোগিতায়  পুরস্কার বিতরণের আয়োজন করা হয়েছে।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন বাগেরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বুলু শেখ। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিনুর রশিদ। সভায় অন্যান্যদের মধ্যে বিষয় ভিত্তিক আলোচনা করেন জেলা  মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম ছায়েদুর রহমান , ডাঃ রিয়াদুজ জামান, সাংবাদিক ইয়ামিন আলী, স্কুলছাত্রী ময়না আক্তার প্রমুখো ।আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসকের চত্বরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজ ও সাংবাদিকবৃন্দ উপস্থিতিতে এক রেলির অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শেষে প্রতিবাদ্য বিষয়ের উপরে রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর