সর্বশেষ :
সিরিয়ায় মার্কিন হামলায় অন্তত ৫ আইএস সদস্য নিহত গাজায় যুদ্ধবিরতির পর থেকে ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা ভারতে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু, পাঁচটি বগি লাইনচ্যুত জানুয়ারিতে রোহিঙ্গা গণহত্যার শুনানি করবে জাতিসংঘের শীর্ষ আদালত ইমরান খান ও তার স্ত্রীকে ১৭ বছর করে কারাদণ্ড তাইওয়ানের রাজধানীতে স্মোক বোমা ও ছুরি হামলার ঘটনায় নিহত ৪ ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত নিরসনে আশাবাদী যুক্তরাষ্ট্র আইএল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে মুস্তাফিজ বসুন্ধরা কিংসকে প্রথম হারের তেতো স্বাদ দিল পুলিশ এফসি
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৪:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সেনাবাহিনী নির্বাচনে দায়িত্ব পালনে প্রস্তুত, তবে এখনো আসেনি সরকারি নির্দেশনা

প্রতিনিধি: / ১০১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পায়নি সেনাবাহিনী। তবে সরকার নির্দেশ দিলেই নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছে বাহিনী— এমন মন্তব্য করেছেন মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের স্টাফ কর্নেল মো. শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকার বনানী সেনানিবাসে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কর্নেল শফিকুল এই তথ্য জানান।

তিনি বলেন, “আমরা এখনো সরকারের পক্ষ থেকে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দিষ্ট কোনো অফিসিয়াল নির্দেশনা পাইনি। তবে যখন নির্দেশনা আসবে, আমরা তা যথাযথভাবে পালন করব।”

সাম্প্রতিক সময়ের মব ভায়োলেন্স বা গণ-সহিংসতা প্রসঙ্গে কর্নেল শফিকুল বলেন, “সেনাবাহিনী যেকোনো বিশৃঙ্খলার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। রংপুরে সংঘটিত সাম্প্রতিক ঘটনার সময় সঠিক সময়ে সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।” তিনি আরও জানান, সার্বিকভাবে মব ভায়োলেন্স অনেকটাই কমে এসেছে।

ঈদুল আজহার সময় দেশের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করে কর্নেল শফিকুল বলেন, “বাস, লঞ্চ, রেল স্টেশনসহ গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের সদস্যরা সার্বক্ষণিক টহলে ছিলেন। নারী অফিসাররাও সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।”

তিনি আরও জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে মোট ১ হাজার ২৫৫টি গাড়ি থেকে ৩৫ লাখ টাকার বেশি অর্থ যাত্রীদের মাঝে ফেরত দেওয়া হয়েছে। এছাড়া এবারের ঈদযাত্রায় দুর্ঘটনায় মৃত্যু ও গুরুতর আহতের হার পূর্বের তুলনায় ৩০ থেকে ৪০ শতাংশ কমেছে বলেও উল্লেখ করেন তিনি।

জাতীয় পতাকা বিক্রির সময় এক বিক্রেতাকে মারধরের বিষয়ে প্রশ্ন করা হলে সেনাবাহিনীর পক্ষ থেকে এই ঘটনাকে ‘দুঃখজনক ও বিচ্ছিন্ন’ হিসেবে উল্লেখ করা হয়।

কর্নেল শফিকুল বলেন, “ঘটনার পর আমরা ওই বিক্রেতার সঙ্গে যোগাযোগ করেছি, দুঃখ প্রকাশ করেছি এবং তাকে ১ লাখ টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে, যাতে সে ব্যবসা চালিয়ে যেতে পারে।”

ভারত ও মিয়ানমার সীমান্তে পুশ-ইনের বিষয়ে জানতে চাইলে কর্নেল শফিকুল জানান, “এই মুহূর্তে বিজিবি ও কোস্টগার্ড সীমান্ত এলাকায় সজাগ রয়েছে। টহল, ক্যাম্প সংখ্যা এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।” তিনি আরও জানান, এখন পর্যন্ত সেনাবাহিনীর সম্পৃক্ততা প্রয়োজনীয় মনে করা হয়নি।

শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার প্রসঙ্গে কর্নেল শফিকুল বলেন, “সেনাবাহিনী গোপনীয়তার সঙ্গে অভিযান পরিচালনা করে থাকে, এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”


এই বিভাগের আরো খবর