সর্বশেষ :
ফকিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফকিরহাটে সার্ভেয়ার শহীদুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদলের মতবিনিময় সভা যার জন্য ধানের শীষের একটি ভোট নষ্ট হবে  সে বিএনপি’র কর্মী হতে পারেনা, কুট্টি সরকার  নিষেধাজ্ঞা শেষে সাগর অভিমুখে জেলেরা: সফলভাবে শেষ হলো ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাগেরহাটে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)র- সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও  ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।। ইতালিতে ক্যাথলিক ধর্মগুরুদের হাতে ৪৪০০ ব্যক্তি নির্যাতনের শিকার মস্কোর শহরতলিতে ইউক্রেনের বিরল ড্রোন হামলায় আহত ৫ নৌকাডুবিতে তুরস্ক উপকূলে ৭ অভিবাসীর প্রাণহানি দিল্লিতে ২৯ অক্টোবর প্রথম কৃত্রিম বৃষ্টিপাত হবে: মুখ্যমন্ত্রী
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

তীব্র গরমে সুস্থ থাকার টোটকা

প্রতিনিধি: / ১৭৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ জুন, ২০২৫

এই ঠান্ডা হাওয়ার সঙ্গে বৃষ্টি, আবার এই তীব্র রোদ আর গরম। এমন আবহাওয়াতে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। বিশেষ করে হঠাৎ তীব্র গরমে শরীর অভ্যস্ত হওয়ার সুযোগ পায়না, ফলে আরও বেশি খারাপ বোধ হয়। তাই এই সময়ে ভালো থাকতে কিছু বিষয়ে মনোযোগ দেওয়া জরুরি। চলুন জেনে নেওয়া যাক গরমে কী কী সমস্যা হতে পারে, এবং কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন-

তীব্র গরমে যেসব সমস্যা হতে পারে
গরমের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে বয়স্ক ও শিশুরা। এর মধ্যে হিট স্ট্রোক ও পানিশূন্যতার সম্ভাবনা থাকে। এছাড়াও জ্বর, কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, পানিবাহিত রোগ, চর্মরোগ, টাইফয়েড, জন্ডিস প্রভৃতি রোগের প্রকোপ বেড়ে যায় গ্রীষ্মে।

গরমে সুস্থ থাকার উপায়-
১. সরাসরি রোদ থেকে দূরে থাকার চেষ্টা করুন।
২. তীব্র সূর্যের আলোতে চোখকে রক্ষা করতে রোদচশমা ব্যবহার করতে পারেন।
৩. পর্যাপ্ত পানি পান করুন।
৪. অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার না খওয়া ভালো, এতে পানিশূন্যতার সম্ভাবনা থাকে।
৫. হালকা, ঢিলেঢালা এবং হালকা রংয়ের সুতি কাপড় পরুন।
৬. নিয়মিত গোসল করুন। প্রয়োজনে একাধিকবার করতে পারেন।
৭. পর্যাপ্ত সবজি খান।
৮. বাইরের খাবার খাওয়ার বিষয়ে সচেতন থাকুন।

যে ধরনের খাবার খাবেন-
১. গরমে শরীর থেকে ঘামের মাধ্যমে লবণ বের হয়ে যায়। এমতাবস্থায় এই ঘাটতি পূরণ করার জন্য প্রচুর পরিমাণে তরল, যেমন – ডাবের পানি, শরবত, স্যালাইন ও পানি পান করতে হয়।

২. ঝিঙে, চালকুমড়া, লাউ, সজনে, চিচিঙ্গা জাতীয় সবজির পাতলা ঝোল করে রান্না করে খেলে গরম কম লাগে ও পেট ভালো থাকে।

৩. টক জাতীয় খাবার গরমে বেশ উপকারী। আমের শরবত, টক দইয়ের শরবত বানিয়ে খাওয়া যেতে পারে।

যেসব খাবার খাবেন না-
১. অতিরিক্ত মশলাদার খাবার খাবেন না। এসব খাবার শরীরের তাপমাত্রা বাড়িয়ে বদহজম করতে পারে।

২. চা বা কফির ক্যাফেইন দেহকে পানিশূন্য করে ফেলে এবং শরীরের তাপমাত্রা বাড়িয়ে তোলে।

৩. আইসক্রিম ও কোমল পানীয় শরীরকে ঠান্ডা অনুভব দিলেও এসব খাবারে পানিশূন্যতা দেখা দিতে পারে।

৪. অতিরিক্ত লবণ ও চিনি শরীরের জন্য ক্ষতিকর।

একটু সচেতন থাকলে গরমে থাকবেন নিরাপদে।


এই বিভাগের আরো খবর