সর্বশেষ :
নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে  বিক্ষোভ জাপানে অসাংবিধানিক জলবায়ু নিষ্ক্রিয়তার অভিযোগে সরকারের বিরুদ্ধে মামলা দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপির কাউন্সিল পন্ড, আহত ২৫

প্রতিনিধি: / ১১৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ জুন, ২০২৫

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপির দুটি গ্রুপের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ২৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। রবিবার বেরা ১টার দিকে পুটিখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে জেলা নেতৃবৃন্দের বক্তৃতা চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর ফলে পন্ড হয়ে গেছে ১৭ বছর পরে আয়োজিত পুটিখালী ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল।
পুলিশ ঘটনাস্থলে থাকলেও তারা পরিস্থিতি নিয়ন্ত্রনে ব্যর্থ হয়। মোরেলগঞ্জ ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌছালে পরিস্থিতি শান্ত হয়। জেলার নেতৃবৃন্দও তখন নিরাপদে স্থান ত্যাগ করেন।
জানা গেছে, ইউনিয়ন বিএনপির সভাপতি প্রার্থী খলিলুর রহমান শিকদার ও আব্দুস সত্তার হাওলাদারের সমর্থকেরা বাকবিতণ্ডার এক পর্যায়ে চেয়ার ও লাঠিসোটা নিয়ে প্রতিপক্ষকে মারপিট শুরু করেন। যা কিছুক্ষণের মধ্যেই তুমুল সংঘর্ষে রূপ নেয়।
দুই গ্রুপের নেতাকর্মীরা ও ভোটারেরা সংঘর্ষে জড়িয়ে পড়ায় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সম্মেলনের প্রধান অতিথি খাদেম নিয়ামুল নাসির আলাপ কাউন্সিল স্থগিত ঘোষণা করেন। উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুলসহ উপজেলা ও জেলার আরও অনেক নেতৃবৃন্দ এসময় উপস্থিতি ছিলেন।
এ বিষয়ে সভাপতি প্রার্থী খলিলুর রহমান শিকদার ও আব্দুস ছত্তার হাওলাদার পরস্পরকে দোষারোপ করে বলেন, পরিকল্পিতভাবে কাউন্সিল পন্ড করা হয়েছে। হামলা পাল্টা হামলায় উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন নেতাকর্মী আহত হয়েছে।
এদের মধ্যে শিহাব শিকদার, এমদাদুল হাওলাদার, সাইফুল হাওলাদার, অহিদুল ইসলাম ও মোঃ হালিমকে রক্তাক্ত জখম অবস্থায় মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ বলেন, সংঘর্ষ হওয়ায় বিএনপির নেতারা সম্মেলন স্থগিত করেছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।


এই বিভাগের আরো খবর