শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পঞ্চগড়-ঢাকা রুটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা

প্রতিনিধি: / ২০০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ জুন, ২০২৫

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে দ্রুতগতির যাত্রীবাহী বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ৫ জন। এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১৫ জন। শনিবার (১৪ জুন) ভোর ৪টা ২০ মিনিটে দিনাজপুর-ঢাকা মহাসড়কের নূরজাহানপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি বিকল ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। ওই ট্রাকটিতে আমবোঝাই ছিল। ধাক্কা খেয়ে বাসটি সামনে থাকা আরেকটি বালুবাহী ট্রাক ও আমবোঝাই পিকআপ ভ্যানের ওপর উঠে যায়। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে আহতদের হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন মারা যান।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আতাউর রহমান জানান, রাত ৩টার কিছু পর দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। আটজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে আহতদের মধ্যে দুইজন মারা যান। আহতদের মধ্যে ছয়জন ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—তামান্না আক্তার (২২), পিতা হাসেম আলী এবং আমিনুল ইসলাম (৩৫)। নিহতদের মধ্যে তিনজন নারী ও দুইজন পুরুষ রয়েছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, দুর্ঘটনাকবলিত আমবোঝাই ট্রাকটি আগে থেকেই রাস্তায় দাঁড়িয়ে ছিল। তার পেছনে ছিল আরেকটি বালুবাহী ট্রাক। এরই মধ্যে নাবিল পরিবহনের বাসটি দ্রুতগতিতে এসে প্রথম ট্রাকটিকে ধাক্কা দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে দ্বিতীয় ট্রাক ও পাশের পিকআপ ভ্যানে উঠে যায়।

পুলিশ, ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়।


এই বিভাগের আরো খবর