সর্বশেষ :
ফকিরহাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু ফকিরহাটে সার্ভেয়ার শহীদুল ইসলামের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন বাগেরহাটে যুবদলের মতবিনিময় সভা যার জন্য ধানের শীষের একটি ভোট নষ্ট হবে  সে বিএনপি’র কর্মী হতে পারেনা, কুট্টি সরকার  নিষেধাজ্ঞা শেষে সাগর অভিমুখে জেলেরা: সফলভাবে শেষ হলো ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাগেরহাটে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)র- সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ ও  ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।। ইতালিতে ক্যাথলিক ধর্মগুরুদের হাতে ৪৪০০ ব্যক্তি নির্যাতনের শিকার মস্কোর শহরতলিতে ইউক্রেনের বিরল ড্রোন হামলায় আহত ৫ নৌকাডুবিতে তুরস্ক উপকূলে ৭ অভিবাসীর প্রাণহানি দিল্লিতে ২৯ অক্টোবর প্রথম কৃত্রিম বৃষ্টিপাত হবে: মুখ্যমন্ত্রী
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ০৩:২২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এআই এবার ইন্টারনেট ছাড়াই কাজ করবে

প্রতিনিধি: / ১১১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৪ জুন, ২০২৫

সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজ গ্যালারি নামে নতুন একটি অ্যাপ লঞ্চ করেছে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। স্মার্টফোনে ইন্টারনেট সংযোগ ছাড়াই চালানো যাবে এই অ্যাপ। ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের অভিজ্ঞতা এই অ্যাপ আমূল বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে। প্রাইভেসি ও দ্রুতগতির পারফরম্যান্সের ক্ষেত্রেও এই অ্যাপ অনেক এগিয়ে। কেননা যেহেতু সবটাই ডিভাইসে চলছে তাই আলাদা করে ডেটা ক্লাউড সার্ভার থেকে টানার প্রয়োজন নেই। ফলে নিরাপত্তার ঝুঁকিও নেই এবং সার্ভারের সাড়া পাওয়ার জন্য অপেক্ষারও নেই প্রয়োজন। জানা গেছে, ‘এআই এজ গ্যালারি’ অ্যাপের কেন্দ্রে রয়েছে গুগলের নিজস্ব ভাষা মডেল ‘জেমিনি ৩-১বি’। মাত্র ৫২৯ মেগাবাইট আকারের এই মডেল প্রতি সেকেন্ডে ২ হাজার ৫৮৫টি টোকেন প্রক্রিয়াজাত করতে পারবে। এর ফলে খুব কম সময়েই টেঙ্ট তৈরি, ডকুমেন্ট বিশ্লেষণ, কিংবা মেসেজিং অ্যাপে স্মার্ট রিপ্লাই দেওয়ার মতো কাজগুলো সম্পন্ন করা সম্ভব হবে। গুগল জানিয়েছে, অ্যাপটি তৈরি করা হয়েছে তাদের ‘এআই এজ’ প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে। এতে ব্যবহৃত হয়েছে টেনসরফ্লো লাইট ও মিডিয়াপাইপের মতো প্রযুক্তি, যা ফোনের হার্ডওয়্যার অনুযায়ী এআই পারফরম্যান্সকে অপটিমাইজ করে। তবে কোম্পানির পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, ডিভাইসভেদে পারফরম্যান্স ভিন্ন হতে পারে। পুরোনো বা কম শক্তিশালী ফোনে বড় মডেল চালাতে সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে অপেক্ষাকৃত হালকা মডেল ব্যবহার করাই ভালো। এতে ‘এআই চ্যাট’ ও ‘আস্ক ইমেজ’ নামের দুটি প্রধান ফিচার থাকবে, যার মাধ্যমে সহজেই পাওয়া যাবে লেখা বা ছবিভিত্তিক এআই সহায়তা। তা ছাড়া রয়েছে ‘প্রম্পট ল্যাব’ নামের একটি অংশ, যেখানে ব্যবহারকারী একক প্রশ্ন দিয়ে মডেলের প্রতিক্রিয়া পরীক্ষা করতে পারবেন। এই ল্যাবে কিছু রেডি টেমপ্লেট ও রেসপন্স সেটিংসও যুক্ত রয়েছে। গুগল জানিয়েছে, অ্যাপটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং এটি ‘আলফা’ সংস্করণ হিসেবে উন্মুক্ত করা হয়েছে। তবে অ্যাপটি সম্পূর্ণ ওপেন সোর্স এবং অ্যাপাচি ২.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত হওয়ায় চাইলেই যে কেউ এটি ব্যবহারের পাশাপাশি পরিবর্তন বা বাণিজ্যিক প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। গুগল আরও জানিয়েছে, শিগগিরই আইফোন ব্যবহারকারীদের জন্য অ্যাপটির আইওএস সংস্করণও উন্মুক্ত করা হবে।


এই বিভাগের আরো খবর