সর্বশেষ :
আইএল টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারির দৌড়ে মুস্তাফিজ বসুন্ধরা কিংসকে প্রথম হারের তেতো স্বাদ দিল পুলিশ এফসি জুমার-ঊর্মির দারুণ পথচলা থামল ফাইনালের হারে হজের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের লড়াই ভারতের বিশ্বকাপ দলে নেই গিল পাইকগাছা–কয়রা; বহু প্রতিশ্রুতির উপকূল এখনো বঞ্চনার ঢেউয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দেশজুড়ে বাড়ছে ডেঙ্গুর দাপট

প্রতিনিধি: / ১১৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৩ জুন, ২০২৫

বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই দেশে আবারও উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। শুক্রবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ১৫৯ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এটি এক দিনে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে বরিশাল বিভাগে ৪ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১ জন মারা গেছেন। বরিশাল বিভাগেই সবচেয়ে বেশি ১২৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন, যা মোট আক্রান্তের বড় অংশ।

বিভাগ ও অঞ্চলে আক্রান্তদের পরিসংখ্যান:

• বরিশাল (সিটি করপোরেশনের বাইরে): ১২৪ জন

• ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১২ জন

• চট্টগ্রাম (সিটি করপোরেশনের বাইরে): ৯ জন

• ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৯ জন

• খুলনা (সিটি করপোরেশনের বাইরে): ৩ জন

• ঢাকা উত্তর সিটি করপোরেশন: ১ জন

• সিলেট (সিটি করপোরেশনের বাইরে): ১ জন

একই সময়ে ১০৪ জন রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চলতি বছরের শুরু থেকে ১৩ জুন পর্যন্ত দেশে মোট ৫ হাজার ৫৭০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ৫৫ দশমিক ৩ শতাংশ পুরুষ এবং ৪৪ দশমিক ৭ শতাংশ নারী।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫৭৫ জন মারা গেছেন, এবং আক্রান্তের সংখ্যা ১ লাখ ১ হাজার ২১৪ জন। তবে আগের বছর, অর্থাৎ ২০২৩ সালে ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতিতে রেকর্ড ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, বর্ষা মৌসুম শুরুর আগেই ডেঙ্গুর প্রাদুর্ভাব যেভাবে বাড়ছে, তাতে আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এ অবস্থায় জনসচেতনতা, পরিচ্ছন্নতা এবং স্থানীয় প্রশাসনের সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর তারা গুরুত্বারোপ করেছেন।


এই বিভাগের আরো খবর