সর্বশেষ :
লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে  বিক্ষোভ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে দুর্বৃত্তের দেওয়া বিষে ঘেরের পাঁচ লাখ টাকার মাছের ক্ষতি

প্রতিনিধি: / ১২৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ জুন, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি: ফকিরহাট উপজেলার মৌভোগ পশ্চিমপাড়া গ্রামে ৩টি মাছের ঘেরে অজ্ঞাত দুর্বৃত্তের দেওয়া বিষে ৫ লাখ টাকার মাছ মরে গেছে। মঙ্গলবার ফকিরহাট মডেল থানায় ভুক্তভোগী চাষীর একটি লিখিত অভিযোগে এ তথ্য জানা গেছে।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মৌভোগ পশ্চিমপাড়া গ্রামের কাঞ্চন শিকদারের স্ত্রী মোসা. হালিমা (৪৬) এর তিনটি ঘেরে ৯জুন গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বিষয় প্রয়োগ করে। মঙ্গলবার সকালে তার ছেলে মিরাজুল শিকদার ঘেরে মাছের খাবার দিতে গিয়ে সব মাছ মরে ভেসে উঠেছে দেখতে পান। পরে আসে-পাশের ঘেরের চাষিরা উপস্থিত হয়ে নিশ্চিত হন ওই দিন রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ঘেরে বিষ প্রয়োগ করেছে। এতে তার ৩টি মাছের ঘেরে ৫ লাখ টাকার মাছ মরে গেছে বলে দাবী করেন।

1-4608×2602-1-0#

ক্ষতিগ্রস্থ চাষি মোসা. হালিমা জানান, এই মাছ চাষের মাধ্যমে তার সারা বছরের সংসার খরচ চলে। অনেক টাকা খরচ করে ঘের প্রস্তুত করে মাছ ছেড়েছিলেন। কিন্তু অজ্ঞাত দুর্বৃত্তদের দেওয়া বিষে তার সারা বছরের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। তদন্তের মাধ্যমে তিনি প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি দাবী জানান।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন  বিষয়টি আমরা জেনেছি তদন্ত চলছে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর