সর্বশেষ :
জাপানে অসাংবিধানিক জলবায়ু নিষ্ক্রিয়তার অভিযোগে সরকারের বিরুদ্ধে মামলা দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত কম্বোডিয়া ও থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ওয়াং ই’র টেলিফোন আলোচনা যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৭ প্রশান্ত মহাসাগরে দুটি নৌকায় মার্কিন হামলা, নিহত ৫ ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে অনুমোদন দিলো সিনেট আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত পাকিস্তানে ইসলামিক স্টেটের শীর্ষ নেতা গ্রেফতার কাপিল দেবের চোখে গাম্ভির ভারতের কোচ নন, টিম ম্যানেজার
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে দুর্বৃত্তের দেওয়া বিষে ঘেরের পাঁচ লাখ টাকার মাছের ক্ষতি

প্রতিনিধি: / ১২৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ জুন, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি: ফকিরহাট উপজেলার মৌভোগ পশ্চিমপাড়া গ্রামে ৩টি মাছের ঘেরে অজ্ঞাত দুর্বৃত্তের দেওয়া বিষে ৫ লাখ টাকার মাছ মরে গেছে। মঙ্গলবার ফকিরহাট মডেল থানায় ভুক্তভোগী চাষীর একটি লিখিত অভিযোগে এ তথ্য জানা গেছে।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার মৌভোগ পশ্চিমপাড়া গ্রামের কাঞ্চন শিকদারের স্ত্রী মোসা. হালিমা (৪৬) এর তিনটি ঘেরে ৯জুন গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা বিষয় প্রয়োগ করে। মঙ্গলবার সকালে তার ছেলে মিরাজুল শিকদার ঘেরে মাছের খাবার দিতে গিয়ে সব মাছ মরে ভেসে উঠেছে দেখতে পান। পরে আসে-পাশের ঘেরের চাষিরা উপস্থিত হয়ে নিশ্চিত হন ওই দিন রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ঘেরে বিষ প্রয়োগ করেছে। এতে তার ৩টি মাছের ঘেরে ৫ লাখ টাকার মাছ মরে গেছে বলে দাবী করেন।

1-4608×2602-1-0#

ক্ষতিগ্রস্থ চাষি মোসা. হালিমা জানান, এই মাছ চাষের মাধ্যমে তার সারা বছরের সংসার খরচ চলে। অনেক টাকা খরচ করে ঘের প্রস্তুত করে মাছ ছেড়েছিলেন। কিন্তু অজ্ঞাত দুর্বৃত্তদের দেওয়া বিষে তার সারা বছরের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। তদন্তের মাধ্যমে তিনি প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি দাবী জানান।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন  বিষয়টি আমরা জেনেছি তদন্ত চলছে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর