বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে অসহায় বৃদ্ধা জাহেদা বেগম (৭০) এর কবলাকৃত জমি দখলের
অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীর বিরুদ্ধে। এঘটনায় জাহেদার কন্য লিলিমা
বাদি হয়ে বাগেরহাট সদর মডেলথানায় সদর উপজেলার চাঁপাতলা পূর্বপাড়া এলাকার
হেমায়েত শেখ ছেলে মহিম শেখ, এহি শেখ, মিজান শেখ , রেজাউলশেখ, হুমাউন
শেখকে বিবাদি করে অভিযোগ দিয়েছেন। ভুক্তভোগী জাহেদা বেগম উপজেলার
একই এলাকার মৃত পাচু শেখের কন্য। স্থানীয় মোঃ আনিছুর রহমান জানার, স্থানীয়
শাহাব উদ্দিনের ২ ছেলে মতিয়ার রহমান , রোকন উদ্দিন ও শাহাব উদ্দিনের স্ত্রী
আমেনা খাতুনের বি আর এস রেকডিও ১৮.২০ শতক সম্পত্তি জাহেদা বেগম কবলা
দলিল মূলে ক্রয় করে বশত ঘর নির্মান করে ভোগদখল করে করে।
ভুক্তভোগী জাহেদা বেগম জানান, প্রায় ১৯ বছর পূর্বে যাত্রাপুর ইউনিয়নের
চাঁপাতলা পূর্বপাড়া এলাকার মৃত সাহাব উদ্দিনের ২ পুত্র মতিয়ার রহমান ও রোকন
উদ্দিন ও এক স্ত্রী আমেনা খাতুনের কাছ থেকে ১৮.২০ শতক জমি ক্রয় করে আমিন
দ্বারা পরিমাপ করে বসত ঘর নির্মান করে বসবাশ করে আসিতেছি।
তিনি অভিযোগ করে আরো বলেন , আমার কোন পুত্র সন্তান না থাকায় আমি
বাড়িতে নাথাকার সুযোগ নিয়ে হেমায়েত শেখ ছেলে মিজান শেখ আমার
ক্রয়কৃত জমিতে জারপূর্বক ঘর নির্মান করে। আমি বাড়িতে এসে বাধাদিতে
গেলে প্রাণে হত্যারও হুমকি দেয়। মূল মালিকের এস এ ও বিআরএস রেকডিয়
সম্পত্তির সকল কাগজপত্র ও আমার কবলা দলিল, নামপত্তন, খাজনার দাখিলা থাকা পরও
বিবাদিরা প্রভাবশালী হওয়ায় বিচারের দাবীতে দারে দারে ঘুরতে হচ্ছে বৃদ্ধা জাহেদা
বেগমকে।
এদিকে অভিযুক্ত মহিম শেখ জানান, আমাদের সাথে পূবের থেকে জমা জমিনিয়ে
বিরোধ রহিয়াছে। জাহেদা বেগম তার জামাই মেয়ে সহ তাদের দলবল নিয়ে আমাদের
বাড়িতে হামলা চালিয়ে ভংচুর করেছে। এব্যাপারে থানায় মামলা করা হয়েছে।