সর্বশেষ :
লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে  বিক্ষোভ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৩:২৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে ২১ হাজার দুঃস্থ পরিবার পেলেন ঈদের চাল

প্রতিনিধি: / ১৬১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

এম.পলাশ শরীফ, মোরেলগঞ্জঃ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে ২১ হাজার দুঃস্থ পরিবারের মাঝে ঈদের চাল বিতরণ অব্যাহত রয়েছে। জনপ্রতি ১০ কেজি চাল নিতে দীর্ঘ লম্বা লাইনে দাড়িয়ে উপচে পড়া ভীড়।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, দীর্ঘ লম্বা লাইনে দাড়িয়ে বৃদ্ধ নারী পরুষ ১০ কেজি চালের অপেক্ষায়।   উপজেলা ১৬ টি ইউনিয়ন ও পৌর শহরে গত  এক সপ্তাহ ধরে সরকারিভাবে ভিজিএফ’র চাল বিতরণ চলছে। বৃহস্পতিবার হোগলাবুনিয়া ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে ১২শ’ ২০ জন সুবিধাভোগীকে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণে উপস্থিত ছিলেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা অশোক কুমার গোলদার, সংশ্লিষ্ট ট্যাগ অফিসার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা দিপিকা তরফদার, জেলা যুবদল নেতা মনিরুজ্জামান শিল্পি, জামায়েত নেতা মো. কাওসার মাহমুদ। এ ছাড়াও নিশানবাড়িয়া ইউনিয়নে ১৬শ’ ৫৫ জন সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ, খাউলিয়া ইউনিয়নে ১৭শ’ পরিবারের মাঝে, হোগলাপাশা ইউনিয়নে ৭৩০ জন, মোরেলগঞ্জ পৌরসভায় ৪ হাজার ৬২১ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নিশানবাড়িয়া  ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. ছালাহ উদ্দিন, খাউলিয়া প্রশাসনিক কর্মকর্তা মো. হাবিবুর রহমান, ট্যাগ অফিসার যথাক্রমে মো. রিয়াজুল ইসলাম, জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার রিপন চন্দ্র দাস, মো. রহমত উল্লাহ।

এ বিষয়ে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন, পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে এ উপজেলায় পৌরসভা সহ ১৬ টি ইউনিয়নে ২১ হাজার ৩৪৪ জন পরিবারকে সরকারিভাবে ২শ’ ১৩. ৪৪০ মেট্রিকটন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।  প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা অব্যাহত রয়েছে। ঈদের আগেরদিন পর্যন্ত এ বিতরণ থাকবে।


এই বিভাগের আরো খবর