রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৮:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পঞ্চগড়ে ২৬ জনকে ঠেলে পাঠালো বিএসএফ

প্রতিনিধি: / ১১৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

পঞ্চগড়ে নারী-পুরুষ ও শিশুসহ ২৬ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গত সোমবার মধ্যরাতে জেলার সদর উপজেলার শিংরোড এবং ঘাগড়া সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে তাদের ঠেলে পাঠায় বিএসএফ। পরে তাদের বিজিবি আটক করে। মঙ্গলবার দুপুরে আটকদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এদের মধ্যে পুরুষ ৮ জন, নারী ৯ জন ও শিশু ৯। তাদের বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় । বিজিবি জানায়, গত সোমবার মধ্যরাতে ভারতের ৯৩ কৈলাশ বিএসএফ ব্যাটালিয়ন পঞ্চগড় সদর উপজেলার শিংরোড বিওপির এলাকার সীমান্ত পিলার ৭৬৪/২৪-এস থেকে দুই কিলোমিটার দূরে বাংলাদেশের খুদিপাড়া গ্রামে ১৭ জন নারী পুরুষকে ঠেলে দেন বিএসএফ সদস্যরা। এ ছাড়াও গতকাল মঙ্গলবার সকালে ৫৩ টিয়াপাড়া বিএসএফ ৭৫৭/১০ পিলার থেকে দুই কিলোমিটার দূরে সদর উপজেলার ঢাংগি বাজার এলাকায় আটজনকে ঠেলে দেয় বিএসএফ। পরে বিজিবির টহল দল তাদের আটক করে থানায় হস্তান্তর করে। পুলিশ বলছে নাম ঠিকানা যাচাই করে প্রকৃত বাংলাদেশি কিনা জিজ্ঞাসাবাদ চলছে। যাচাই-বাছাইয়ের পর তাদের নিকট আত্মীয়স্বজনের কাছে হস্তান্তর করা হবে। আটকরা জানান, তাদের ভারতের পুলিশ ধরে বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ তাদের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে। সদর থানার ওসি আব্দুল্লাহ হিল জামান জানান, বিজিবি ২৬ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করে পঞ্চগড় থানায় হস্তান্তর করেছে। এর মধ্যে ৮ জন পুরুষ, ৯ জন নারী ও ৯ শিশু রয়েছে।


এই বিভাগের আরো খবর