মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০২:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ব্যাংক ও সঞ্চয়পত্র ঋণের লক্ষ্যমাত্রা কমল

প্রতিনিধি: / ১২৫ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২ জুন, ২০২৫

ব্যাংক ও সঞ্চয়পত্র থেকে ঋণের লক্ষ্যমাত্রা কমিয়েছে সরকার। বাজেট ঘাটতি মেটাতে এবারে ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ৪ হাজার কোটি এবং সঞ্চয়পত্র থেকে ১২ হাজার ৫০০ কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চলতি অর্থবছরের মূল বাজেটে ব্যাংক ঋণের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৭ হাজার ৫০০ কোটি টাকা। অবশ্য সংশোধিত বাজেটে লক্ষ্যমাত্রা কমিয়ে ৯৯ হাজার কোটি টাকা করা হয়েছে। আর মূল বাজেটে সঞ্চয়পত্র থেকে ১৫ হাজার ৪০০ কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়। অবশ্য সংশোধিত বাজেটে তা কমিয়ে ১৪ হাজার কোটি টাকায় নামানো হয়। অবশ্য গত দুই অর্থবছর ধরে সঞ্চয়পত্র থেকে সরকার কোনো ঋণ পাচ্ছে না। গত জানুয়ারি পর্যন্ত সঞ্চয়পত্র থেকে সরকার যে পরিমাণ ঋণ পেয়েছে পরিশোধ করতে হয়েছে তার চেয়ে ৭ হাজার ১৩ কোটি টাকা বেশি। আর গত ২১ মে পর্যন্ত ব্যাংক ব্যবস্থা থেকে ৬০ হাজার কোটি টাকার ঋণ নিয়েছে।


এই বিভাগের আরো খবর