সর্বশেষ :
লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন কুতুবদিয়ায় আলফা ইসলামি লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যুদাবি পরিশোধ বাগেরহাটে হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে  বিক্ষোভ
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে জি-৯ কলা চাষে সাফল্য

প্রতিনিধি: / ১৬২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ জুন, ২০২৫

মেহেদী হাসান লিপন,মোরেলগঞ্জ(বাগেরহাট)সংবাদদাতা :  বাগেরহাটের মোরেলগঞ্জে জিংক-৯ কলা চাষে সাফল্য ধরা দিল চাষি পারভেজ খানের।
একদিকে কলা ও অপরদিকে কলার চারা বিক্রি করে সফলতার পাশাপাশি চাষ বৃদ্ধিতে
আরো আগ্রহ সৃষ্টি হচ্ছে। আগ্রহ বাড়ছে এলাকার অন্যান্য চাষিদের ।
সরেজমিনে গিয়ে দেখাগেছে, উপজেলার দৈবজ্ঞহাটী ইউনিয়নের আলতিবুরুজ
বাড়িয়া গ্রামে সফল কৃষক পারভেজ খান ১৫ বছর ধরে বিভিন্ন ধরনের কৃষি কাজ
করে চলে তার সংসার। এ বছরে তিনি ১০ কাঠা জমিতে নতুন প্রজাতির জি-৯ কলা
চাষ করে ভাল ফলন পেয়ে সাফল্য পেয়েছেন। বিক্রি করে হয়েছেন অধিক লাভবান । তিনি
রংপুর থেকে প্ধসঢ়;্রথমে ২ শতাধিক জি-৯ এ কলা চারা ক্রয় করে আনেন। প্রতি চারার
দাম পরেছে ৬০ টাকা । চারা রোপনের ৭ মাসের মধ্যেই ফলন ও ৯ মাসে কর্তন করে
এখন বাজারে বিক্রি করছেন। প্রতিটি গাছে করে ছড়া ঝুলছে। স্বাভাবিক দেশীয়
কলার চেয়ে ছড়া অনেক লম্বা। এ সুস্বাদু জি-৯ কলা প্রতিটি ছড়ায় ৩শ’ থেকে
৪শ’ কলা হয়েছে। বাজারে এর চাহিদা বেশী, দামও দ্বিগুন। যেখানে দেশী কলা তার
বিক্রি হয়েছে ৫০ হাজার টাকা এবারে তিনি জিংক-৯ বিক্রি করেছে ১ লাখ
টাকা। এ কলা চাষ করতে শ্রমিকসহ ব্যয় হয়েছে ১০ হাজার টাকা। বিক্রি হয়েছে ১
লক্ষ টাকা । পাশাপাশি কলা চারা বিক্রি করছেন প্রতি পিচ ১০০ টাকা করে।
এ কলা ক্ষেতে পরিচর্যার কাজে নিয়োজিত শ্রমিক দেলোয়ার শিকদার বলেন, এর
পূর্বে কখনও এতা বড় কলার ছড়া কখনও দেখিনি। গাছের প্রতিটি ছড়ায় গাদানো
কলায় ঝুলছে। কলা ফসলে থাকছে কোন রোগ বালাই। এ যেনো এক অপরুপ
দৃশ্য। বেশী আনন্দ লাগছে অন্যান্য এলাকার চাষিরা যখন এসে ভীড় জমাচ্ছে এ দৃশ্য
দেখতে। কিভাবে এতো ভাল ফলন ফলিয়েছেন এ প্রশ্ন চাষিদের। পারভেজ নিজেকে
একজন সফল চাষি হিসেবে মনে করছেন ।
সফল চাষি পারভেজ খান বলেন, এ বছরে নতুন করে জি-৯ কলা চাষ করে ভাল ফলন
পেয়েছি। প্রতিদিন কলা ক্ষেতে দেখতে আসছেন পার্শ্ববর্তী অনেক গ্রামের
চাষিরা। তিনি উপজেলা কৃষি অধিদপ্তরের মাধ্যমে প্রনোদনার আর্থিক সহায়তার
দাবি জানান। এ ভাল ফলন দেখে চাষিরা কলা চারা ক্রয় করে নিচ্ছেন। তিনি ১০ কাটা
জমি থেকে কলা বিক্রি করে ছেলে মেয়ের লেখাপড়ার খরচ ও সংসারের ব্যায় মিটিয়ে
সঞ্চয়ও করতে পারেছেন। আগামীতে এ চাষ আরো বর্ধিত করার ইচ্ছা আছে ।
উপজেলার বলইবুনিয়া ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার মো. মশিউর রহমান
বলেন, আলতিবুরুজবাড়িয়া গ্রামের পারভেজ খান এবারে নতুন প্রজাতির জি-৯
কলা চাষ করে বেশ সাড়া জাগিয়েছেন।। প্রতিদিন এ উপজেলাসহ পার্শ্ববতী
উপজেলার অনেক চাষিরা এসে মতামত নিচ্ছেন। স্বল্প সময়ে অধিক লাভবান, ভাল ফলন
হওয়ার কারনে আগামি বছরে এ কলা চাষাবাদ আরও বৃদ্ধি হবে বলে ধারনা করছেন এ

কর্মকর্তা। এ কলা খুবই সু-স্বাদু, কলায় থাকে পর্যাপ্ত পটাশিয়াম। যা
হার্টকে ভাল রাখার জন্য অন্যতম উপাদান।


এই বিভাগের আরো খবর