রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিশেষ অভিযানে সারা দেশে গ্রেপ্তার ৯০০

প্রতিনিধি: / ১১৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩১ মে, ২০২৫

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানীসহ সারা দেশে একদিনে ৯০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৫২৫ আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত ৩৭৫ জন। শনিবার দুপুরে পুলিশ সদরদফতরে এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত শুক্রবার দেশব্যাপী পুলিশ সদস্যরা একযোগে অভিযান চালিয়ে ৯০০ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি, একটি এয়ারগান, একটি চাপাতি, দুইটি রাম দা, তিনটি ছুরা, দুইটি হাশুয়া, একটি চাকু ও একটি কাটর উদ্ধার করা হয়। পুলিশ সদরদফতর আরও জানায়, সারা দেশে অপরাধ দমনে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


এই বিভাগের আরো খবর