শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গ্যাস সংকট নিয়ে শিল্প মালিকদের অভিযোগের সত্যতা পেয়েছেন জ্বালানি উপদেষ্টা

প্রতিনিধি: / ৯১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৩১ মে, ২০২৫

বিদ্যুৎ ও জ্বালানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, শিল্প মালিকরা কারখানায় যে গ্যাস সংকটের কথা বলে আসছেন, তার সত্যতা পাওয়া গেছে। এরই মধ্যে বিদেশ থেকে এলএনজি দেশে পৌঁছেছে, কিন্তু সমুদ্রের উত্তাল পরিস্থিতির জন্য জাহাজ ল্যান্ড করতে পারছে না। শনিবার সন্ধ্যার মধ্যে শিল্প কারখানার গ্যাস পরিস্থিতি উন্নতি হবে বলে জানিয়েছেন তিনি। গতকাল শনিবার সকাল ১০টায় গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় টাওয়েল টেক্স লিমিটেড পোশাক কারখানার গ্যাস পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন উপদেষ্টা। মুহাম্মদ ফাওজুল কবির খান আরও বলেন, বিদেশ থেকে এলএনজি নিয়ে একটি জাহাজ এসে পৌঁছেছে, কিন্তু সমুদ্রের উত্তাল আবহাওয়ার জন্য সেটি ডকিং করা যায়নি। এখন সেটি ডকিং হচ্ছে। আশা করছি, বিকালের মধ্যেই এর একটি সমাধান হবে। এ সময় তিনি টাওয়েল টেক্স লিমিটেড কারখানার মালিককে বলেন, এখন আমি দেখেছি গ্যাসের কী অবস্থা। আমাকে সন্ধ্যায় আবার জানাবেন এর কোনো উন্নতি হলো কিনা। উপদেষ্টা বলেন, দীর্ঘদিন ধরে শিল্প কারখানার মালিকদের পক্ষ থেকে গ্যাস সংকটের কথা বলা হচ্ছিল। এ নিয়ে দেশের গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশ হয়েছে। বিষয়টি নজরে আসায় শিল্প কারখানা পরিদর্শন করছি। সব এলাকাতেই অবৈধ গ্যাসের সংযোগ রয়েছে। অবৈধ সংযোগের জন্য তিতাসের যেসব কর্মকর্তারা দায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। বড় পরিসরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের অভিযান চালানো হবে এবং যাদের অবৈধ গ্যাস সংযোগ রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পারভেজ আহমেদ, জ্বালানি মন্ত্রণালয়ের সচিব সাইফুল ইসলাম, পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান মেজর জেনারেল আজিম এবং পেট্রো বাংলা ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশনের কর্মকর্তারা।


এই বিভাগের আরো খবর