দেশের ক্রীড়াঙ্গনে এখন প্রধান আলোচনা, সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপের ম্যাচ। আগামী ১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামের এই ম্যাচের জন্য রোমাঞ্চিত অপেক্ষা ফুটবল দর্শকদের। টিকিটের চাহিদা তুঙ্গে। যদিও প্রথমবারের মতো অনলাইনে টিকিট বিক্রি করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলেছে বাফুফে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ নিয়ে তুমুল আগ্রহের কারণ, এই ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীর। শুধু তাই নয়। এই ম্যাচে লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে কানাডা প্রবাসী শামিত সোমের। অভিষেক হতে পারে ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলামেরও। গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়ে গেছে। এখন ঘরের দর্শকরা উম্মুখ হয়ে আছেন নিজেদের মাঠে হামজার খেলা দেখার। সেই সাথে অপেক্ষা হামজা-শামিত জুটির পারফরম্যান্স দেখার। সবার আগ্রহ হামজা চৌধুরী কবে ঢাকায় পা রাখবেন, সেটা জানার। বাফুফে সূত্রে জানা গেছে, তিন প্রবাসী তারকা ফুটবলার ৩ দিনে যোগ দেবেন হ্যাভিয়ের ক্যাবরেরার ক্যাম্পে। সবার আগে আজ বুধবার ঢাকায় আসবেন ইতালির চতুর্থ বিভাগের দল ওলবিয়া কালসিওতে খেলা ফাহামিদুল ইসলাম। অনুশীলন শুরুর প্রথম দিন থেকেই তাকে পাবেন হ্যাভিয়ের ক্যাবরেরা। সবচেয়ে বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী ঢাকায় আসবেন আগামী ২ জুন। সবার শেষে আগামী ৩ জুন আসবেন কানডা জাতীয় দলে খেলা শামিত সোম। ১ জুন শামিতের ক্লাবে খেলা আছে বলে তাকে ভুটানের বিপক্ষে ম্যাচে পাবেন না ক্যাবরেরা। আগামী ৪ জুন ভুটানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ।
https://www.kaabait.com