• বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৬:৩৬
সর্বশেষ :
ফকিরহাটে ইউপি সদস্যবৃন্দের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ ফকিরহাটে ভূমি মেলা উপলক্ষে র‌্যালি ও সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জ শরণখোলায় ৫০ হাজার সদস্য নবায়ন ফর্ম বিতরণ করলো বিএনপি স্লোভাকিয়ায় বাদামি ভালুকের মাংস বিক্রির পরিকল্পনা গাজায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গুলি, আহত ৪৭ পরিত্যক্ত বাড়ি থেকে মেক্সিকোতে ১৭ মরদেহ উদ্ধার জাতিসংঘের সতর্কবার্তা আগামী চার বছরে বাড়তে পারে বৈশ্বিক গড় উষ্ণতা রাশিয়ার বিমান চলাচল ইউক্রেনের ড্রোন হামলায় ব্যাহত : মস্কো ইসরাইলি হামলায় গাজায় একই পরিবারের ৯ জনসহ নিহত ১৬ ইসরায়েল শিগগিরই ইরানে হামলার প্রস্তুতি নিতে পারে : রিপোর্ট

সূর্যকুমার ১৫ বছর আগের শচীনের রেকর্ড ভাঙলেন

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

১৫ বছর আগে, ২০১০ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএলে ৬১৮ রান করেছিলেন শচীন টেন্ডুলকার। শচীন খেলা ছেড়েছেন বহু আগে। তবে তার এই রেকর্ড এতদিন অক্ষুণ্ণ ছিল। আইপিএলের চলতি আসরের খেলায় গত সোমবার শচীনের সেই রেকর্ড ভাঙার কীর্তি গড়েছেন সূর্যকুমার যাদব। পাঞ্জাব কিংসের বিপক্ষে ৩৯ বলে ৫৭ রান করেন সূর্যকুমার, হাঁকান ৬টি চার ও ২টি ছক্কা। এই ইনিংস খেলে চলতি আসরে তার রান হয়ে গেছে ৫৪০। ফলে ভেঙে গেছে শচীনের এক মৌসুমে করা ৬১৮ রানের রেকর্ড। মুম্বাইয়ের হয়ে এক আসরে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখন সূর্যকুমারের একক মালিকানায়। নিজেকে শচীনের ৬১৮ রানের চেয়ে আরও এগিয়ে নেওয়ার সুযোগও পাচ্ছেন এই তারকা। মাত্র ১৪ ইনিংস খেলেই ৬৪০ রানের কীর্তি গড়েছেন তিনি। এদিকে মুম্বাইয়ের প্রথম এবং একমাত্র ব্যাটার হিসেবে একাধিক আসরে ৬০০ রান স্পর্শের কীর্তিও গড়েছেন। এর আগে ২০২৩ সালে ১৬ ইনিংসে করেছিলেন ৬০৫ রান। শুধু শচীন নয়, সূর্যকুমার ভেঙেছেন সনাথ জয়াসুরিয়ার একটি রেকর্ডও। এতদিন মুম্বাইয়ের হয়ে সর্বোচ্চ ৩১টি ছক্কার রেকর্ড ছিল জয়াসুরিয়ার। সূর্যকুমার এবারের আসরে ইতোমধ্যে ৩৩টি ছক্কা হাঁকিয়ে ফেলেছেন। রেকর্ড আছে আরও। এবারের আসরে যে ১৪ ইনিংস খেলেছে, প্রতি ইনিংসেই ২৫ বা তার বেশি রান করেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে টানা সবচেয়ে বেশি ইনিংসে ২৫ বা তার বেশি রান করার কীর্তিও এখন তার দখলে। ছাড়িয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমাকে, যিনি এই কীর্তি গড়েন টানা ১৩ ইনিংসে।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com