• বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৩:৩৪
সর্বশেষ :
ফকিরহাটে ইউপি সদস্যবৃন্দের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ ফকিরহাটে ভূমি মেলা উপলক্ষে র‌্যালি ও সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জ শরণখোলায় ৫০ হাজার সদস্য নবায়ন ফর্ম বিতরণ করলো বিএনপি স্লোভাকিয়ায় বাদামি ভালুকের মাংস বিক্রির পরিকল্পনা গাজায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গুলি, আহত ৪৭ পরিত্যক্ত বাড়ি থেকে মেক্সিকোতে ১৭ মরদেহ উদ্ধার জাতিসংঘের সতর্কবার্তা আগামী চার বছরে বাড়তে পারে বৈশ্বিক গড় উষ্ণতা রাশিয়ার বিমান চলাচল ইউক্রেনের ড্রোন হামলায় ব্যাহত : মস্কো ইসরাইলি হামলায় গাজায় একই পরিবারের ৯ জনসহ নিহত ১৬ ইসরায়েল শিগগিরই ইরানে হামলার প্রস্তুতি নিতে পারে : রিপোর্ট

সৌদি ছাড়ার ইঙ্গিত দিলেন রোনালদো

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিশ্চিয়ানো রোনালদোর রহস্যময় বার্তা। ‘এই অধ্যায় শেষ’ বলে কী বোঝাতে চাইলেন পর্তুগিজ মহাতারকা? গতকাল মঙ্গলবার রোনালদোর পোস্ট ঘিরে চারদিকে ফিসফাঁস-গুঞ্জন। সৌদি প্রো লিগে আল নাসরের হয়তো নিজের শেষ ম্যাচটা খেলে ফেললেন রোনালদো। গত সোমবার আল ফাতেহর বিপক্ষে ম্যাচে গোলও করেছেন তিনি। যেটি তার ক্লাব ক্যারিয়ারের ৮০১তম ও আল নাসরের জার্সিতে ৯৯তম গোল। যদিও ম্যাচটি আল নাসর ৩-২ গোলে হেরে যায়। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে নিজের আল নাসরের জার্সিতে একটি ছবি পোস্ট করে রোনালদো লেখেন, ‘এই অধ্যায় শেষ। গল্পটা? এখনও লেখা হচ্ছে। সকলের প্রতি কৃতজ্ঞতা।’ এই পোস্ট পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে, হয়তো এই ম্যাচটি ছিলো তার আল নাসরের হয়ে শেষ ম্যাচ। ২০২২ সালে সৌদি ক্লাবটিতে যোগ দেওয়া রোনালদোর চুক্তি জুন মাসেই শেষ হতে চলেছে। এবারের লিগ মৌসুমে তিনি ২৫ গোল করে সর্বোচ্চ গোলদাতার স্থান দখল করেছেন, যদিও আল নাসর পরের মৌসুমের এএফসি চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতে পারেনি। এখন পর্যন্ত আল নাসরের হয়ে ১০৫ ম্যাচে ৯৯টি গোল করেছেন এই কিংবদন্তি স্ট্রাইকার। সামগ্রিকভাবে, তার ক্যারিয়ারে রয়েছে ৯৩৭টি অফিসিয়াল গোল, যার মধ্যে ৮০১টি এসেছে ক্লাব পর্যায়ে। গত সপ্তাহে খবর ছড়ায়, ব্রাজিলের একটি নাম প্রকাশ না করা ক্লাব রোনালদোকে লোভনীয় প্রস্তাব দিয়েছে, যেখানে তিনি ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারেন। এই বছরের ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ক্লাব বিশ্বকাপে ব্রাজিল থেকে অংশ নিচ্ছে বোটাফোগো, ফ্লুমিনেন্স, ফ্ল্যামেঙ্গো এবং পালমেইরাস। তবে রোনালদো পরবর্তী গন্তব্য কোথায়, তা এখনও নিশ্চিত নয়। তার সাম্প্রতিক বার্তায় নতুন অধ্যায়ের ইঙ্গিত স্পষ্ট, তবে সেই অধ্যায়ের পাতা কোথায় খুলবে, সেটিই এখন কৌতূহলের বিষয়।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com