সর্বশেষ :
মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল কচুয়ায় ১৭ বছর পরে যুব দলের মিছিল-সমাবেশ সাংবাদিকদের পারিশ্রমিক নিয়ে উপ-প্রেস সচিবের দীর্ঘ বার্তা ব্যানার টানানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৮ নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন এ সরকারের অধীনেই: শিশির মনির বিমান উড্ডয়ন ও অবতরণে মারাত্মক ঝুঁকিতে দেশের সবগুলো বিমানবন্দর মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকায় নির্মিত অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের উদ্বোধন (ফলোআপ):কুতুবদিয়ায় বাপ্পী হত্যা: ৯ জনের নামে মামলা মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে জার্মান সরকারের সাইক্লোন শেল্টার নির্মাণ
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কাবরেরা প্রস্তুতি প্রসঙ্গে যা বললেন

প্রতিনিধি: / ২৬৬ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

স্পোর্টস: ফিলিস্তিন ম্যাচের আর দিন পাঁচেক বাকি। সৌদি আরবে ফুটবলারদের দিন পনেরোর প্রস্তুতি ক্যাম্প শেষ হয়ে যাচ্ছে আজই। ২১ মার্চের ম্যাচ সামনে রেখে আজ রোববার তাঁরা কুয়েত রওনা হবেন। পরশু রাতে সুদানের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচটিও খেলে ফেলেছে হাভিয়ের কাবরেরার দল। সেই ম্যাচে ৩-০ গোলে হারলেও দল ফিলিস্তিন লড়াইয়ের জন্য তৈরি বলেই মনে করছেন বাংলাদেশ কোচ। ‘সুদান ও ফিলিস্তিন অনেকটা একই মাপের দল। বিশেষত শারীরিক দিক দিয়ে। আমাদের ছেলেরা এই ম্যাচেও সেই কঠিন পরীক্ষা দিয়েছে। আমি খুশি যে তারা দারুণ লড়াই করেছে। সুদান যথেষ্ট আগ্রাসী ফুটবল খেলেছে, যার ফলে বিল্ডআপের ক্ষেত্রেও আমাদের কিছুটা সমস্যা হয়েছে। তবে সব মিলিয়ে বলব, দুটি ম্যাচই আমাদের জন্য ইতিবাচক ছিল’, বলেছেন হাভিয়ের কাবরেরা। সৌদি আরবে যাওয়ার আগে বলেছিলেন ফিলিস্তিনের মুখোমুখি হতে হলে নিজেদের আরো এক ধাপ ওপরে তুলতে হবে ফুটবলারদের। সেই লক্ষ্য পূরণ হয়েছে বলেও জানিয়েছেন স্প্যানিশ এই কোচ, ‘সৌদি আরবে এই ক্যাম্প এবং ম্যাচ দুটি ফুটবলারদের জন্য অসাধারণ অভিজ্ঞতা ছিল। আমি বলতে পারি, যে অবস্থায় আমরা এখানে এসেছিলাম সেখান থেকে আরো ভালো দল আমরা এখন।’ সৌদি আরবের এই ক্যাম্প নিয়ে এর আগে ফুটবলাররাও ইতিবাচক মত দিয়েছেন। নিবিড়, কঠোর অনুশীলন বলতে যা বোঝায় সেটিই হয়েছে সেখানে। ক্যাম্পে নতুন যোগ দেওয়া ফুটবলারদের জন্যও যা ছিল একেবারে নতুন অভিজ্ঞতা। ক্লাব ফুটবলের সঙ্গে যা তাঁরা একেবারেই মেলাতে পারেননি। চার দিন আগে দুই দলের প্রথম প্রস্তুতি ম্যাচটি ড্র হয়েছিল গোলশূন্যভাবে। র‌্যাংকিংয়ে ১২৭ নম্বরে থাকা দলটির বিপক্ষে পরের ম্যাচটায় আর জাল অক্ষত রাখতে পারেননি কাবরেরার শিষ্যরা। তবে রুদ্ধদ্বার এই ম্যাচে ফলটাকে গৌণ হিসেবে ধরছেন বাংলাদেশ কোচ, সেটা শুরু থেকেই। প্রথম ম্যাচের মতো এদিনও দলের বেশির ভাগ ফুটবলারকে সুযোগ দিয়েছেন। এদিন হয়তো নিজের সেরা একাদশটাও বেছে নিয়েছেন তিনি।


এই বিভাগের আরো খবর