সর্বশেষ :
মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল কচুয়ায় ১৭ বছর পরে যুব দলের মিছিল-সমাবেশ সাংবাদিকদের পারিশ্রমিক নিয়ে উপ-প্রেস সচিবের দীর্ঘ বার্তা ব্যানার টানানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৮ নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন এ সরকারের অধীনেই: শিশির মনির বিমান উড্ডয়ন ও অবতরণে মারাত্মক ঝুঁকিতে দেশের সবগুলো বিমানবন্দর মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকায় নির্মিত অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের উদ্বোধন (ফলোআপ):কুতুবদিয়ায় বাপ্পী হত্যা: ৯ জনের নামে মামলা মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে জার্মান সরকারের সাইক্লোন শেল্টার নির্মাণ
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ১১:৫২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রোনালদোর ৫০ গোল ৫৮ ম্যাচে

প্রতিনিধি: / ২৬৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৬ মার্চ, ২০২৪

স্পোর্টস: সময়টা খুব ভালো কাটছিল না আল নাসরের। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিতে হয়েছে। লিগে টানা দুই ম্যাচে হারাতে হয়েছে পয়েন্ট। দুঃসময়ের মেঘ ফুঁড়ে অবশেষে কিছুটা আলোর দেখা পেয়েছে ক্লাবটি। সেই স্বস্তির উপলক্ষ এনে দিয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। গোল করে দলকে জিতিয়ে এই তারকা নিজে পূরণ করেছেন একটি মাইলফলক। সৌদি প্রো লিগে শুক্রবার আল আহলিকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় স্থান সংহত করেছে আল নাস্র। ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া গোল করেন রোনালদো। এই গোলে আল নাস্রের হয়ে অর্ধশত গোল হয়ে গেল তার। সৌদি প্রো লিগ, এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ, কিং’স কাপ, সুপার কাপ ও আরব চ্যাম্পিয়ন্স কাপ মিলিয়ে ৫৮ ম্যাচে ৫০ গোল হয়ে গেল তার। আল আহলির মাঠে তারকা সমৃদ্ধ দুই দলের লড়াইয়ের প্রথমার্ধ খুব একটা জমেনি। সাবধানী ফুটবলে ঢিমেতালে এগিয়েছে দুই দলই। এর মধ্যেও একবার বল জালে পাঠান রোনালদো। কিন্তু গোল হয়নি অফসাইডের কারণে। দ্বিতীয়ার্ধে একই অভিজ্ঞতা হয় আল আহলির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবের্তো ফিরমিনোর। দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ায় দুই দলই। এর মধ্যেই ভিএআর দেখে আল নাস্রকে পেনাল্টি দেন রেফারি। গোলকিপারকে বিভ্রান্ত করে উল্টো দিক দিয়ে বল জালে পাঠান রোনালদো। সেই গোলই শেষ পর্যন্ত হয়ে যায় ম্যাচের ভাগ্য নির্ধারক। এই জয়ের পর ২৪ ম্যচে ৫৬ পয়েন্ট নিয়ে আল আহলি থেকে আরেকটু এগিয়ে গেল আল নাস্র। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে তিনে আল আহলি। শীর্ষে থাকা আল হিলাল অবশ্য এই দুই দল থেকে অনেকটা এগিয়ে। ২৩ ম্যাচ খেলেই ৬৫ পয়েন্ট তাদের। লিগে এখনও কোনো ম্যাচ হারেনি তারা, জিতেছে ২১টিতেই।


এই বিভাগের আরো খবর