• বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ০৬:৩২
সর্বশেষ :
ফকিরহাটে ইউপি সদস্যবৃন্দের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ ফকিরহাটে ভূমি মেলা উপলক্ষে র‌্যালি ও সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জ শরণখোলায় ৫০ হাজার সদস্য নবায়ন ফর্ম বিতরণ করলো বিএনপি স্লোভাকিয়ায় বাদামি ভালুকের মাংস বিক্রির পরিকল্পনা গাজায় ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গুলি, আহত ৪৭ পরিত্যক্ত বাড়ি থেকে মেক্সিকোতে ১৭ মরদেহ উদ্ধার জাতিসংঘের সতর্কবার্তা আগামী চার বছরে বাড়তে পারে বৈশ্বিক গড় উষ্ণতা রাশিয়ার বিমান চলাচল ইউক্রেনের ড্রোন হামলায় ব্যাহত : মস্কো ইসরাইলি হামলায় গাজায় একই পরিবারের ৯ জনসহ নিহত ১৬ ইসরায়েল শিগগিরই ইরানে হামলার প্রস্তুতি নিতে পারে : রিপোর্ট

বিপাশার অবস্থা দেখে কপালে উঠলো ভক্তদের চোখ

প্রতিনিধি: / ২২ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৫ মে, ২০২৫

সন্তান হওয়ার পর বেশিরভাগ নারীর শরীরেই বেশ কিছু পরিবর্তন আসে, যার মধ্যে অন্যতম হলো- অতিরিক্ত স্থূলতা। সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে শুরু করে অভিনেত্রী দীপিকা পাড়ুকোন- প্রত্যেক অভিনেত্রীকেই দেখা গেছে মা হওয়ার পর এমন স্থূলতার শিকার হতে। তবে সম্প্রতি বলিউড অভিনেত্রী বিপাশা বসুর এমন একটি ছবি ভাইরাল হয়েছে, যা দেখে অনেকের চোখ কপালে উঠেছে। বিপাশা বসুর সন্তান প্রসবের পর ওজন বেড়েছিল ঠিকই, কিন্তু সামাজিক মাধ্যমে অভিনেত্রীর নিয়মিত অ্যাক্টিভ থাকার কারণে অনুরাগীরা জানেন, তিনি সেই ওজন কমিয়ে ফেলেছেন। কিছু দিন আগেই ক্যাট আই সানগ্লাস পরে বেশ কিছু ছবিও শেয়ার করেছিলেন বিপাশা। তারই মাঝে অভিনেত্রীর মোটা হয়ে যাওয়ার ছবি ভাইরাল হওয়ায় কিছুটা হকচকিয়ে যান অনুরাগীরা। সামাজিক মাধ্যমে বিপাশার যে ছবি ভাইরাল হয়েছে, তা দেখে আপাতদৃষ্টিতে আপনার মনে হতেই পারে তিনি জিম থেকে বের হচ্ছেন। কিছু কারণে ভীষণ বিরক্ত অভিনেত্রী। কিন্তু বিপাশার এ ছবিগুলো যদি ভালো করে লক্ষ্য করেন, তাহলেই বুঝতে পারবেন যে অ্যাকাউন্ট থেকে ছবিটি পোস্ট করা হয়েছে, সেটি ভেরিফায়েড অ্যাকাউন্ট নয়। অন্যদিকে বিপাশার অ্যাকাউন্ট ভিজিট করলেই বুঝতে পারবেন তিনি কিছু দিন আগেই যে ছবি শেয়ার করেছিলেন সেই ছবিগুলোর সঙ্গে বিন্দুমাত্র মিল নেই। সামাজিক মাধ্যমের নেটিজেনরা অভিনেত্রীর স্থূল আকৃতির ছবি দেখে কমেন্টে লিখেছেন- ‘এটা সম্পূর্ণ ভুয়া ছবি।’ কেউ কেউ আবার দাবি করেছেন- ‘কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি করা হয়েছে এ ছবিটি।’ উল্লেখ্য, ২০০৮ সালে ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ সিনেমায় শেষ কাজ করেছিলেন বিপাশা। তবে সিনেমাটি তেমনভাবে সাফল্য পায়নি। আক্ষরিক অর্থে ২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমাতে কাজ করে শেষ সফলতা অর্জন করেছিলেন অভিনেত্রী। বর্তমানে একমাত্র মেয়ে ও স্বামীকে নিয়েই সময় কাটছে তার।


এই বিভাগের আরো খবর
https://www.kaabait.com