সর্বশেষ :
পাইকগাছা–কয়রা; বহু প্রতিশ্রুতির উপকূল এখনো বঞ্চনার ঢেউয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের চারটি আসনের দুই আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত লক্ষ্ণীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন: ঘুমন্ত শিশু নিহত, দগ্ধ ৩ ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় হত্যা করে লাশ পোড়ানো, গ্রেপ্তার ৭ নিথর দেহে দেশে ফিরলেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় মানিক মিয়ায় ওসমান হাদির শেষ বিদায়, জানাজা ঘিরে কঠোর নিরাপত্তা ওসমান হাদির মৃত্যুতে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক অস্থির পরিস্থিতিতে শিল্পকলার সব আয়োজন বন্ধ ওসমান হাদির ময়নাতদন্ত সম্পন্ন, দুপুরে সংসদ ভবনে জানাজা লাঠি ভর দিয়ে চলা বৃদ্ধও আসামি:  মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা  প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ  ও মানববন্ধন
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে অপ-সাংবাদিকতা রোধে সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে, আব্দুল হাকিম

প্রতিনিধি: / ১৫৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ মে, ২০২৫

এস এম রাজ,বাগেরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেছেন, অপ-সাংবাদিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতা কী সেটা বুঝতে হবে।
সাংবাদিকদের কাজ হচ্ছে দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করা। সংবাদপত্রের
স্বাধীনতা কথাটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সামাজিক দায়িত্ব, তাই
সাংবাদিকদের দায়িত্বশীল হতে হবে।
সোমবার(২০মে) বাগেরহাট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট ও
ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালায় তিনি
এসব কথা বলেন। বাংলাদেশ প্রেস কাউন্সিল ‘গণমাধ্যমের অপ-সাংবাদিকতা
প্রতিরোধে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন’ শীর্ষক এ প্রশিক্ষন কর্মশালার
আয়োজন করে। এ কে এম আব্দুল হাকিম বলেন, সাংবাদিকদের আক্রমণাত্মক
মনোভাব বর্জন করতে হবে, এজন্য দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। যার যার প্রফেশনে
আমাদের এক হতে হবে। প্রত্যেকটি সংবাদমাধ্যমের একটা নিজস্ব ইনহাউজ
নীতিমালা আছে, সেটা সাংবাদিকদের মেনে চলতে হবে। এছাড়া মিডিয়া
ট্রায়াল যে কথাটা চলমান আছে এটা ঠিক না, আইন আদালতের প্রতি শ্রদ্ধা
থাকতে হবে। মানহানির ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। বিভ্রান্তিকর তথ্য
উপস্থাপন থেকে বিরত থাকতে হবে। তিনি আরও বলেন, প্রেসক্লাব সাংবাদিকদের
একটি মিলনকেন্দ্র্র, এটা নেতৃত্বের জন্য ব্যবহার করলে হবে না, এটা পেশার জন্য
ব্যবহার করতে হবে। অ্যাকাডেমিক ডিগ্রি দিয়ে সাংবাদিকতা হয় না, এজন্য
সাংবাদিকতায় দক্ষতা অর্জন করতে হবে। শুধু অনার্স-মাস্টার্স করলেই হবে না,
সাংবাদিকতায় শিক্ষাগ্রহণ করতে হবে। এজন্য সাংবাদিকতায় একটা নীতিমালা
তৈরি করার প্রক্রিয়া চলমান আছে। কর্মশালায় সাংবাদিকদের উদ্দেশ্যে বাংলাদেশ
প্রেস কাউন্সিলের সচিব আবদুস সবুর বলেন, দেশের বিভিন্ন কর্মকান্ড তুলে
ধরতে গণমাধ্যমে কর্মরত সহকর্মীদের ভূমিকা অপরিসীম। একজন সাংবাদিকের
মধ্যে সততা থাকতে হবে। এসব থেকে বিচ্যুত হলে হলুদ সাংবাদিকতায় পরিণত
হয়ে যেতে হয়। এসব থেকে বিরত থাকতেই এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা
হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসনের আহম্মেদ কামরুল হাসানের সভাপতিত্বে
অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তৌহিদুল আরিফ।
কর্মশালায় স্বাগত বক্তৃতা করেন জেলা তথ্য অফিসার মইনুল হোসেন।
কর্মশালায় অপ-সাংবাদিকতা প্রতিরোধে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার
বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশিক্ষণ প্রদান করা হয়। কর্মশালায়
বাগেরহাট জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়র ৪০
সাংবাদিকের মাঝে প্রেস কাউন্সিলের সনদ বিতরণ করা হয়।


এই বিভাগের আরো খবর