সর্বশেষ :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারি বৃষ্টির পর ভয়াবহ বন্যা, সোমালিয়ায় নিহত ৭

প্রতিনিধি: / ১১৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ মে, ২০২৫

বিদেশ : পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ভারি বৃষ্টিপাতের পর সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন দেশটির স্থানীয় এক সরকারি কর্মকর্তা। মোগাদিশুর মেয়রের মুখপাত্র সালেহ হাসান বলেন, ‘এখন পর্যন্ত সাতজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, যাদের মধ্যে দুইজন নারী রয়েছেন। বৃষ্টিতে নয়টি ঘর ভেঙে পড়েছে এবং ২০০টি পরিবার পানিবন্দি হয়েছে।’ তিনি আরো জানান, রাজধানীর অন্তত ছয়টি প্রধান সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে শহরের চলাচলে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে। নিহতদের মধ্যে একজন শিশু ছিল, যার মরদেহ গতকাল গত শনিবার শহরের একটি ভাঙা সড়কের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা নুরাদিন মোহাম্মদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘ভেবেছিলাম পানি হয়তো ছেলেটাকে ভেসে নিয়ে আসবে, কিন্তু তা হয়নি। পরে সকালে বন্ধুদের নিয়ে হাতুড়ি আর কোদাল দিয়ে মাটি খুঁড়ে তার দেহ বের করি।’


এই বিভাগের আরো খবর