
বিএনপির নেতা-কর্মিরা জানান, গত শুক্রবার (৯ মে) উপজেলার শুভদিয়া ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ওয়ার্ড বিএনপির কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে শুভদিয়া ইউনিয়ন ৭নং ওয়ার্ড তাকিয়াবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির দুই গ্রæপের সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এ ঘটনা জের ধরে এদিন বিভিন্ন স্থানে দুই গ্রুপের পাল্টা-পাল্টি হামলা ও ধাওয়া পাল্ট ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২৫ থেকে ৩০জন নেতা-কর্মি কমবেশী আহত হন।
এদিকে এ ঘটনায় রোববার (১১ মে) বেলা ১১টায় কাটাখালী বিএনপি কার্যালয়ে বাগেরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরার সমর্থিত নেতা-কর্মিরা সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা। মানববন্ধনে বক্তব্য রাখেন বিএনপি নেতা এম এ আউয়াল, মোঃ আরিফ, নুর ইসলাম। এসময়
বিএনপির দুই গ্রুপের পাল্টা-পাল্টি মানববন্ধন ও সংবাদ সম্মেলনে একে অপরকে উক্ত সংঘর্ষের ঘটনায় দোষারোপ করেছেন।
ফকিরহাট মডেল থানার (ওসি) আব্দুর রাজ্জাক মীর বলেন, বিএনপির দুই পক্ষ থেকে বিষয়টি অবগত করেছেন। তবে এখনো পর্যন্ত কোন পক্ষ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।