বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নারায়ণগঞ্জে সাংবাদিককে ইট দিয়ে থেঁতলে দিয়েছে সন্ত্রাসীরা

প্রতিনিধি: / ১৬৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একাত্তর টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেনকে ইট দিয়ে থেঁতলে দিয়েছে সন্ত্রাসীরা। গত বুধবার রাতে উপজেলার পূর্বাচল ৩ নম্বর সেক্টরের ছমু মার্কেট এলাকায় অবস্থিত সাংবাদিক কার্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন- রূপগঞ্জ সদর ইউনিয়নের সালাম মোল্লার ছেলে ফারুক মোল্লা, ফারুক মোল্লার ছেলে বাঁধন মোল্লা, ইমন মোল্লা ও ফাহিম মোল্লা, সিদ্দিক মোল্লার ছেলে সুমন মোল্লা, ওসিউদ্দিন মোল্লার ছেলে কাজল মোল্লা ও মৃত নাসির মোল্লার ছেলে রিজভী। এ বিষয়ে একাত্তর টেলিভিশনের সাংবাদিক রিয়াজ হোসেন জানান, রূপগঞ্জ সদর ইউনিয়নের সালাম মোল্লার ছেলে ফারুক মোল্লার সঙ্গে তার পূর্ব বিরোধ রয়েছে। এরই জের ধরে গত বুধবার রাতে ফারুক মোল্লা তার ছেলে বাঁধন মোল্লা, ইমন মোল্লা ও ফাহিম মোল্লা, সুমন মোল্লা, রিজভী মোল্লা, কাজল মোল্লাসহ অজ্ঞাত আরও ৪/৫ জন মিলে পরিকল্পিতভাবে হামলা চালায়। এ সময় তারা তার মাথায়, ঘাড়ে ও পিঠে ইট দিয়ে আঘাত করে। তিনি বলেন, এ সময় আমার চিৎকার শুনে বন্ধু মাসুদ চৌধুরী এগিয়ে এলে হামলাকারীরা তাকেও পিটিয়ে গুরুতর আহত জখম করে। পরে তাদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লে গেলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য স্থানীয় প্রাইভেট হাসপাতালে পাঠান। এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।


এই বিভাগের আরো খবর