সর্বশেষ :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে ২৬

প্রতিনিধি: / ১৫১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ মে, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে ভারতের হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। হামলায় আহত হয়েছেন কমপক্ষে ৪৬ জন। তিনি আরও জানিয়েছেন, গতকাল প্রথম প্রহরে মিসাইল ছুড়েছে ভারত। এ হামলায় পাকিস্তানে নিহত বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে আর আহত হয়েছেন কমপক্ষে ৪৬ জন। ভারত সরকার দাবি করেছে, তারা পাকিস্তানের নয়টি জায়গায় হামলা চালিয়েছে। এক্ষেত্রে পাকিস্তানের কোনো সামরিক স্থাপনা তাদের লক্ষ্যবস্তু ছিল না। পহেলগামের ঘটনার প্রায় দুই সপ্তাহ পরে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে ভারত। কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে বলা হচ্ছে এ সময় ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।


এই বিভাগের আরো খবর