সর্বশেষ :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মস্কোতে পুতিন-শি বৈঠক, আলোচনা হবে ইউক্রেন যুদ্ধ ও যুক্তরাষ্ট্র নিয়ে

প্রতিনিধি: / ১০৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৭ মে, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মস্কোতে এক বৈঠকে বসবেন। বৈঠকে ইউক্রেন যুদ্ধ ও রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনা হবে বলে মঙ্গলবার জানিয়েছে ক্রেমলিন। মস্কো থেকে এএফপি জানায়, ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে দুই নেতার একান্ত বৈঠকে আলোচনা হবে। এর মধ্যে ইউক্রেন বিষয়ক আলোচনা এবং রুশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক রয়েছে।’ ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়া ও চীনের মধ্যকার কৌশলগত সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। সেই ধারাবাহিকতায় চীনের প্রেসিডেন্ট শি’র এই রাষ্ট্রীয় সফর শুরু হবে গতকাল থেকে।
সফরের অংশ হিসেবে ৯ মে রাশিয়ার ঐতিহাসিক বিজয় দিবস প্যারেডে শিকে অতিথি হিসেবে অভ্যর্থনা জানাবে রাশিয়া। ওই প্যারেডে রেড স্কয়ারে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। চীন ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজেকে নিরপেক্ষ পক্ষ হিসেবে তুলে ধরলেও পশ্চিমা দেশগুলো বলছে, বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাশিয়াকে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে বড় সুবিধা দিচ্ছে। গত মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেন, চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে এবং অন্তত ১৫৫ জন চীনা নাগরিক রুশ বাহিনীর পক্ষে যুদ্ধ করছে, এমন তথ্য রয়েছে। বেইজিং অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে, তাদের নাগরিকদের সংঘাতে জড়াতে নিরুৎসাহিত করা হয়েছে। এই সফরে রুশ-চীন সম্পর্কের ভবিষ্যৎ কৌশল, আন্তর্জাতিক ভূরাজনীতি এবং ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে বিশ্বশক্তিগুলোর অবস্থান পুনর্মূল্যায়ন হবে বলে ধারণা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর