সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এসএমসির সভা

প্রতিনিধি: / ১৩৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৫ মে, ২০২৫

ফকিরহাট প্রতিনিধি :ফকিরহাট শিরীণ হক পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটির (এসএমসি) পরিচিতি ও প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।অত্র বিদ্যালয়ের উদ্যোগে সোমবার (৫ মে) বেলা ১১টায় প্রধান শিক্ষকের কার্যালয়ে অনুষ্ঠানে নবনির্বাচিত এসএমসির নেতৃবৃন্দদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বিদ্যালয় কর্তৃপক্ষ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএমসি’র সদস্য সচিব সমর কৃষ্ণ (রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন এসএমসি’র নবনির্বাচিত সভাপতি শেখ কবির আহম্মেদ। সহকারী শিক্ষক খায়রুল বাসার জুয়েলের পরিচালনায় এসময় সাধারন শিক্ষক সদস্য সেখ শহিদুল ইসলাম, অভিভাবক সদস্য কাজী মনিরুজ্জামান টুটুক, সাবেক অভিভাবক সদস্য মো. মিজানুর রহমান, সমাজ সেবক আইয়ুব আলীসহ বিভিন্ন শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।
এসএমসি’র নবনির্বাচিত সভাপতি শেখ কবির আহম্মেদ বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান যাতে আরো উন্নয়ন করার ব্যাপারে শিক্ষকদের সহযোগিতা সহ পাশে থাকবো। পাশাপাশি অবকাঠামো ও পরিবেশ সুন্দর রাখতে সর্বদা চেষ্টা করবো।


এই বিভাগের আরো খবর