সর্বশেষ :
সদস্য কাজীবাগেরহাটে ইমাম সমিতির সংবাদ সম্মেলন জেলা বিএনপির প্রতিবাদ উড়োজাহাজ সংকটে সংকুচিত হচ্ছে বিমানের আন্তর্জাতিক রুট হাদির অবস্থা আশঙ্কাজনক—বিদেশে নেওয়ার পরিকল্পনা রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা প্রটোকল নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের হাদিকে গুলি: পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা চাইছে বাংলাদেশ ওসমান হাদির হামলাকারী মূল আসামি দেশেই রয়েছে : ডিএমপি মোরেলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত আজ মোরেলগঞ্জ মুক্তদিবস ৮ চিকিৎসকের কাঁধে দেড় লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বাড়ছে উদ্বেগজনকভাবে বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন 
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রঙিন চুলে সজীবতা ফেরানোর সহজ টিপস

প্রতিনিধি: / ১৭৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫

নিয়মিত না হলেও শখ করে কখনো না কখনো চুলে রং করেছেন অনেকেই। একবার করে অনেকের শখ পূরণ হয়ে গেছে, অনেকে হয়তো তারপর থেকে নিয়মিত হয়ে গেছেন। কেউ হয়তো ভাবছেন রং করলে যে চুলের ক্ষতি হবে তা ম্যানেজ করবেন কীভাবে। নিয়মিত চুল স্টাইলিং ও রং করলে চুলের বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন। তাছাড়া খুব অল্প সময়ই চুল রুক্ষ হয়ে যাবে। পড়েও যেতে পারে। তাই জেনে নিন রং করা চুলের যত্ন কীভাবে নেবেন-

১. সাধারণত রঙে থাকা রাসায়নিক উপাদানগুলো কম-বেশি প্রভাব পড়ে চুলে। তার ওপর বৈদ্যুতিক যন্ত্রের প্রয়োগে স্টাইলিং করলে, চুল রুক্ষ হতে শুরু করে। তাই হেয়ার স্টাইলিস্টদের পরামর্শ অনুয়ায়ী রং করার পর চুলে সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করা জরুরি। এ ধরনের শ্যাম্পু রং বিবর্ণ না করে চুলের ময়লা পরিষ্কার করে।

২. সঠিক শ্যাম্পুর সঙ্গে সঠিক কন্ডিশনার বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্ডিশনার চুলের আর্দ্রতা ধরে রাখতে এবং চুল নরম রাখতে সাহায্য করে।

৩. স্টাইলিংয়ের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক যন্ত্র থেকে উৎপন্ন তাপ যেমন চুলের ক্ষতি করে, তেমনই সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মিও চুলের জন্য ক্ষতিকর। এজন্য আপনি টুপি, স্কার্ফ, ওড়না ও ছাতা ব্যবহার করতে পারেন।

৪. ভারতে রূপচর্চার জগতে পরিচিত নাম আশিস চৌধুরী বলেন, রং করা চুলের যত্নে শিয়া বাটার যুক্ত কন্ডিশনার ব্যবহার করতে। তিনি প্রাকৃতিক উপকরণে চুলের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন। রুক্ষ চুলের যত্নে পাকা কলার মাস্ক ও কোঁকড়া চুলের পরিচর্যায় জামাইকান ব্ল্যাক ক্যাস্টর অয়েল ব্যবহার করতে বলেন আশিস।

৫. সেই সঙ্গে চুলের আর্দ্রতা ধরে রাখতে পর্যাপ্ত পানি, প্রোটিন ও ভিটামিনসমৃদ্ধ খাবার খাওয়ার কোনো বিকল্প নেই। চুল স্বাস্থ্যকর করার জন্য প্রথম শর্ত হলো আপনার শরীরের পুষ্টি চাহিদা পূরণ করা। চুল পুষ্টি নেবে আপনার শরীর থেকেই। তাই পুষ্টিকর খাবার খান ও যথেষ্ট পানি পান করুন। সেই সঙ্গে আপনার রঙিন চুলের জন্য ব্যবহার করুন কালার-ফ্রেন্ডলি পণ্য।


এই বিভাগের আরো খবর