সর্বশেষ :
সদস্য কাজীবাগেরহাটে ইমাম সমিতির সংবাদ সম্মেলন জেলা বিএনপির প্রতিবাদ উড়োজাহাজ সংকটে সংকুচিত হচ্ছে বিমানের আন্তর্জাতিক রুট হাদির অবস্থা আশঙ্কাজনক—বিদেশে নেওয়ার পরিকল্পনা রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা প্রটোকল নিয়ে নতুন সিদ্ধান্ত সরকারের হাদিকে গুলি: পালিয়ে যাওয়া ঠেকাতে ভারতের সহযোগিতা চাইছে বাংলাদেশ ওসমান হাদির হামলাকারী মূল আসামি দেশেই রয়েছে : ডিএমপি মোরেলগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত আজ মোরেলগঞ্জ মুক্তদিবস ৮ চিকিৎসকের কাঁধে দেড় লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বাড়ছে উদ্বেগজনকভাবে বাগেরহাট প্রেসক্লাব নির্বাচনে মনোনয়ন পত্র জমা ও যাচাই বাছাই সম্পন্ন 
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফ্রিল্যান্সারদের আশার আলো .বাংলাদেশে পেপাল চালুর ইঙ্গিত

প্রতিনিধি: / ১৬৭ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত পেপ্যাল সেবার চালু হওয়া এখন সময়ের ব্যাপার মাত্রÑএমন ইঙ্গিতই মিলেছে সম্প্রতি। সরকারি উচ্চপর্যায়ের সূত্রগুলো বলছে, যুক্তরাষ্ট্রভিত্তিক ডিজিটাল পেমেন্ট জায়ান্ট পেপ্যালের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বিশ্বের অন্যতম আলোচিত উদ্যোক্তা ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএঙ্ শিগগিরই বাংলাদেশে তাদের স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে। আর সেই সেবাকে ঘিরেই দোহায় অনুষ্ঠিত আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং স্পেসএঙ্রে গ্লোবাল এঙ্গেজমেন্ট বিভাগের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার। বৈঠকে ড্রেয়ার উল্লেখ করেন, “পেপ্যালও ইলন মাস্কের আরেকটি প্রতিষ্ঠান। এটি স্পেসএঙ্রে ডিজিটাল কার্যক্রমকে বাংলাদেশে আরও কার্যকর করতে পারে।” তিনি আরও বলেন, “পেপ্যাল আমাদের অন্যতম সুসংগঠিত ও কার্যকরী ডিজিটাল ফিনান্স প্ল্যাটফর্ম। এর মাধ্যমে স্পেসএঙ্রে ইন্টারনেট সেবার লেনদেন বাংলাদেশে আরও সহজ ও নিরাপদ হবে।” লরেন ড্রেয়ার জানান, “আমরা প্রায় চূড়ান্ত পর্যায়ে। আমি আমার টিমকে নির্দেশ দিয়েছি মে মাসের মধ্যে বাংলাদেশে স্পেসএঙ্রে সেবা চালুর জন্য প্রস্তুত থাকতে।” ইউনূস বললেন “মানুষ দিন গুনছে!”ড. ইউনূস এসময় বাংলাদেশের জনগণের আগ্রহের কথা তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশে এটি একটি বড় খবর। মানুষ দিন গুনছে। সময় এলে আমরা তা উদযাপন করবো বড় পরিসরে।” এই আলোচনায় আরও উপস্থিত ছিলেন: পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও এসডিজি মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ।


এই বিভাগের আরো খবর