সর্বশেষ :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

হঠাৎ সিরিয়াতে কেন ইসরায়েলি সেনাপ্রধান?

প্রতিনিধি: / ১৩৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত সিরীয় ভূখণ্ড পরিদর্শন করেছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির।  তিনি অধিকৃত ভূখণ্ডটি পরিদর্শন করেন। এক প্রতিবেদনে ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ‘জেনারেল স্টাফ প্রধান মাঠে কর্মরত কমান্ডার এবং সৈন্যদের সঙ্গে কথা বলেছেন এবং সামনে এগিয়ে যাওয়ার জন্য অভিযান পরিকল্পনা অনুমোদন করেছেন।’ অধিকৃত সিরিয়ার বাফার জোন সম্পর্কে কথা বলতে গিয়ে জামির এই অঞ্চলটিকে ‘গুরুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেছেন। তার দাবি, ‘সিরিয়া ভেঙে পড়েছে’। তিনি বলেন, ‘এটি একটি কৌশলগত বিন্দু। আমরা জানি না এখানে কীভাবে পরিস্থিতির উন্নতি হবে। তবে আমাদের উপস্থিতির উল্লেখযোগ্য গুরুত্ব রয়েছে।’ গত বছরের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমিতে সামরিকীকরণমুক্ত বাফার জোনে দখলদারিত্ব বৃদ্ধি করে।


এই বিভাগের আরো খবর