সর্বশেষ :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভর্তুকিমূল্যে পাটের ব্যাগ সরবরাহের প্রকল্প নেওয়া হয়েছে: উপদেষ্টা রিজওয়ানা

প্রতিনিধি: / ১৩১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘প্লাস্টিক দূষণ রোধে করণীয়’ সংক্রান্ত সেমিনার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথির বক্তব্যে বললেন,

“পলিথিন শপিং ব্যাগের বিকল্প হিসেবে জনসাধারণের মাঝে ভর্তুকি মূল্যে পাটের ব্যাগ সরবরাহের প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে একযোগে কাজ করা হবে।”

রিজওয়ানা হাসান আরও যোগ করে বলেন, “পাটের ব্যাগ ব্যবহারে সচেতনতা তৈরির জন্য প্রচার কার্যক্রম চালানো হবে। পাটের ব্যাগ তৈরির সঙ্গে নতুন উদ্যোক্তা তৈরি করা হবে। টেকসই ব্যবস্থার জন্য জেডিপিসি, এসএমইএফ, জয়িতা ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত করা হবে।”

পরিবেশ উপদেষ্টা বলেন,  “অপ্রয়োজনীয় প্লাস্টিক ব্যবহার আমাদের নিজেদেরই বন্ধ করতে হবে। প্লাস্টিকের বিকল্প নেইÑএই ধারণা ঠিক নয়। সরকারের সব উদ্যোগ রাতারাতি বাস্তবায়ন সম্ভব নয়, তবে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদফদতরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, ঢাকা নরওয়েজিয়ান দূতাবাসের উপমিশন প্রধান মারিয়ান রাবে ক্নাভেলসরুদ প্রমূখ।


এই বিভাগের আরো খবর