সর্বশেষ :
বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রাজধানীতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৬ সদস্য গ্রেপ্তার

প্রতিনিধি: / ১৬৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

রাজধানীতে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) সদস্যরা। শনিবার এ তথ্য জানান ডিএমপির উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। গ্রেপ্তার ব্যক্তিরা হলোু পল্লবী থানা ছাত্রলীগের ৫ নম্বর ওয়ার্ডের সিনিয়র সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম নাইম, যাত্রাবাড়ী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন ফাহিম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৯ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সহ-সভাপতি শেখ মো. সোহেল, বাড্ডা থানা স্বেচ্ছাসেবক লীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. সোহেল রানা, বাড্ডা থানার ৩৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইয়ামিন এবং ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল বাশার খান। গত শুক্রবার পল্লবী থানার বাউনিয়া এলাকা থেকে আশরাফুল ইসলাম নাইমকে গ্রেপ্তার করে ডিবির মিরপুর বিভাগের একটি টিম। অন্যদিকে মহানগর গোয়েন্দা সাইবার বিভাগের একটি আভিযানিক দল যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে মো. রিপন হোসেন ফাহিমকে গ্রেপ্তার করে। ডিবির ওয়ারী বিভাগের একটি টিম কদমতলী থানার মোহাম্মদবাগ এলাকা থেকে শেখ মো. সোহেলকে গ্রেপ্তার করে। অন্যদিকে, গতকাল শনিবার ভোরে ডিবি সাইবারের একটি টিম মধ্য বাড্ডা এলাকা থেকে মো. সোহেল রানা ও মোহাম্মদ ইয়ামিনকে এবং শাহ আলি এলাকা থেকে অপর একটি টিম পৃথক অভিযান চালিয়ে আবুল বাশার খানকে গ্রেপ্তার করে।


এই বিভাগের আরো খবর