সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরায়েলের হামলায় একদিনে গাজায় ৩৫ জন নিহত

প্রতিনিধি: / ১০৯ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

বিদেশ : গাজা শহরের শুজাইয়া অঞ্চলের আবাসিক ভবনে একাধিক ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের অধিকাংশই শিশু ও নারী। সেই সঙ্গে ৫৫ জন আহত এবং ধ্বংসস্তূপের নিচে ৪০ জন নিখোঁজ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। আল-জাজিরা জানিয়েছে, দখলকৃত পশ্চিম তীরের বালাতা শরণার্থী শিবির এবং নিকটবর্তী নাবলুসে বড় ধরনের অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। ইসরায়েল গত বুধবার বলেছে, তাদের সৈন্যরা গাজার ‘বড় এলাকা’ দখল করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটজ দক্ষিণাঞ্চলীয় শহর রাফাহ এবং খান ইউনিসের মধ্যে তথাকথিত মোরাগ করিডোর পরিদর্শনের সময় বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গাজার বড় অংশ দখল করা হবে এবং পুরো অঞ্চলকে ছোট ছোট ভাগে বিভক্ত করে বিচ্ছিন্ন করে ফেলা হবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত ৫০,৮৪৬ ফিলিস্তিনি নিহত এবং ১১৫,৭২৯ জন আহত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে হাজার হাজার মানুষ চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।


এই বিভাগের আরো খবর