সর্বশেষ :
মোরেলগঞ্জ শ্রমিক  দলের  সাধারণ সম্পাদকের  পিতার ইন্তেকাল কচুয়ায় ১৭ বছর পরে যুব দলের মিছিল-সমাবেশ সাংবাদিকদের পারিশ্রমিক নিয়ে উপ-প্রেস সচিবের দীর্ঘ বার্তা ব্যানার টানানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১, আহত ৮ নির্বাচন সুষ্ঠু করতে আনসার ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও নির্বাচন এ সরকারের অধীনেই: শিশির মনির বিমান উড্ডয়ন ও অবতরণে মারাত্মক ঝুঁকিতে দেশের সবগুলো বিমানবন্দর মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকায় নির্মিত অত্যাধুনিক সাইক্লোন শেল্টারের উদ্বোধন (ফলোআপ):কুতুবদিয়ায় বাপ্পী হত্যা: ৯ জনের নামে মামলা মোরেলগঞ্জে সাড়ে ৩ কোটি টাকা ব্যায়ে জার্মান সরকারের সাইক্লোন শেল্টার নির্মাণ
বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ১২:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মির্জাগঞ্জে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ে দোয়া অনুষ্ঠান

প্রতিনিধি: / ১৭০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

মাসুম বিল্লাহ,মির্জাগঞ্জ (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জের সুবিদখালী রোকেয়া খানম বালিকা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মির্জাগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা মোঃ গোলাম ফারুক মুন্সী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম সারোয়ার বাদলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি মোঃ  আহসানুল্লাহ পিন্টু, উপজেলা বিএনপি’র যুগ্ম- সাধারণ সম্পাদক হারুনার রশিদ মুন্সী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম শামীম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ নাসির উদ্দীন হাওলাদার, মোঃ সুজন হাওলাদার ও সুবিদখালী শিশু কল্যাণ সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সগির হোসেন সহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীরা ও এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে কলম ও ব্যাগ তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা পরীক্ষার দিন প্রশ্নপত্র ভালোভাবে দেখে উত্তর লিখবে। তোমরা ভালো রেজাল্ট করে নিজের যোগ্যতা অর্জন করো ও পরিবারের বাবা-মা এবং বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে। তিনি আরও বলেন, বিদ্যালয়ের উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি তা করে যাব। এসময় তিনি শিক্ষার উন্নয়নের জন্য এলাকাবাসীসহ সবার সহযোগিতা কামনা করেন।


এই বিভাগের আরো খবর