সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ৫.৯ মাত্রার ভূমিকম্প

প্রতিনিধি: / ১০৬ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

বিদেশ : ইন্দোনেশিয়ার পূর্ব নর্থ মালুকু প্রদেশে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার ভোরে আঘাত হানা এ ভুমিকম্পে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বা বড় ধরনের জলোচ্ছ্বাস সৃষ্টি হয়নি বলে জানিয়েছে দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূতাত্ত্বিক সংস্থা। ফিলিপাইনের সংবাদমাধ্যম ফিলিপাইন নিউজ এজেন্সি এ থবর জানিয়েছে। ভূমিকম্পটি স্থানীয় সময় ভোর ৪টা ০৩ মিনিটে সংঘটিত হয়। এর কেন্দ্রস্থল ছিল উত্তর হালমাহেরা রিজেন্সির লোলোদা সাব-ডিস্ট্রিক্টের ১২১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এটি সমুদ্রপৃষ্ঠের ৪২ কিলোমিটার গভীরে ছিল। ভূমিকম্পের কম্পন পার্শ্ববর্তী নর্থ সুলাওয়েসি প্রদেশেও অনুভূত হয়, বিশেষ করে মানাদো ও বিটুং শহরে। স্থানীয় সময় ভোর ৪:৩১ মিনিটে ৪.৯ মাত্রার একটি আফটারশক অনুভূত হয়। এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি, অবকাঠামোরও কোনও ক্ষতি হয়নি এবং সুনামি সতর্কতা জারি করা হয়নি। ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত, যেখানে ১৩০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। ফলে এটি বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত।

 


এই বিভাগের আরো খবর