মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ(পটুয়াখালী) সংবাদদাতা।।পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর ঈদ-পূর্ণমিলনী,র্যালী ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর মির্জাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার (১ এপ্রিল) সকাল দশটায় উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ সিরাজুল হক এর সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে আমীর ও কেন্দ্রীয় মজলিস সূরা সদস্য এ্যাডভোকেট নাজমুল আহসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম কায়সারী। সম্মেলনে বক্তৃতায়। বলেন-“আমাদের সাংগঠনিক মান বৃদ্ধি করে ঐক্যবদ্ধভাবে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে নির্বাচিত করার চেষ্টা করতে হবে।” দুনীতি, হত্যা, নির্যাতন, জুলুম কি না করেছে বিগত ফ্যাসিস্ট সরকার। বাংলাদেশ জামায়াতে ইসলামী আবার ঘুরে দাড়িয়েছে। তাই ইনশাআল্লাহ দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠার লক্ষ্য জামায়াত কাজ করে যাচ্ছে। সভাপতির বক্তব্যে মাওলানা সিরাজুল হক উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন সাফল্য তুলে ধরে বলেন-“আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কোন বিকল্প নাই। দেশে অবশ্যই কোরআনের আইন প্রতিষ্ঠা করা দরকার আর এজন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে “। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা শাহ জাহান এর সঞ্চালনায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।