মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু

প্রতিনিধি: / ২৩৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৩০ মার্চ, ২০২৫

ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের গৌরীপুর উপজেলার সাহেব কাচারি চন্দ্রপাড়া মোড়ে সড়ক একই পরিবারের তিনজনসহ দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ছ’টার দিকে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকসার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। গৌরীপুর থানার ওসি মির্জা মাজাহারুল আনোয়ার জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি বাস গৌরীপুরগামী একটি যাত্রীবাহী অটোরিকসার সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকসার তিন যাত্রী নিহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুইজন চিকিৎসাধীন রয়েছেন। নিহতরা হলেন, গৌরীপুর উপজেলার দুর্বাচর নামাবাড়ির ওবায়দুর রহমান আকন্দের স্ত্রী কুলসুম বেগম (৯৫), গৌরীপুর উপজেলার ভাঙনামারি চরের মানিক মিয়ার স্ত্রী মোসাম্মৎ দিলরুবা (৪০), দিলরুবার দুই মেয়ে রীতি (১৪) ও প্রীতি (৭)। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ভাঙনামারির নজরুল ইসলামের স্ত্রী শ্যামলী (২০) ও মোহাম্মদ মানিক মিয়ার মাহি (১৪)।


এই বিভাগের আরো খবর