সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০২:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসরায়েলি বিমান হামলায় গাজায় হামাসের শীর্ষ নেতা নিহত

প্রতিনিধি: / ১১৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৩ মার্চ, ২০২৫

বিদেশ : গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ইসরায়েলের বিমান হামলায় হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা সালাহ আল-বারদাউইল নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার ভোরে এক হামাস কর্মকর্তা বিবিসিকে এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, ওই হামলায় বারদাউইল ও তার স্ত্রী নিহত হয়েছেন। এ নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনী গত মঙ্গলবার হামাসকে দোষারোপ করে গাজায় ব্যাপক হামলা শুরু করে, ফলে ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া দুই মাসের যুদ্ধবিরতি বাতিল হয়ে যায়। হামাস ইসরায়েলের অভিযোগ প্রত্যাখ্যান করে এবং কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্য ইসরায়েলকেই দায়ী করে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই ঘটনার পর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৪৯ হাজার ৫০০ এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং গাজায় ব্যাপকভাবে ঘরবাড়ি ও অবকাঠামো ধ্বংস হয়েছে।


এই বিভাগের আরো খবর