সর্বশেষ :
ট্রাইব্যুনাল জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ছাব্বিশের অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি, চলবে ১৫ মার্চ ছেঁড়া নোট ব্যাংক না নিলেই ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক হাদিকে হত্যাচেষ্টা, হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত  পাইকগাছায় নারীদের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত  পাইকগাছায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে শিখন কর্মশালা অনুষ্ঠিত  বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় তাঁতীদল নেতা ড. কাজী মনির জামায়াত ইসলামীর আলোচনায় সভায় বক্তারা:  আধিপত্যবাদি শক্তির বিরুদ্ধে জাতীকে ঐক্য বদ্ধ ভাবে লড়াই করতে হবে
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সাবেক খেলোয়াড়কে মৃত ভেবে নীরবতা পালন!

প্রতিনিধি: / ৯৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫

গত রোববার বুলগেরিয়ার শীর্ষস্তরের ক্লাব ফুটবলে এক অদ্ভূত কাণ্ড ঘটে গেছে। সাবেক এক ফুটবলারের মৃত্যু হয়েছে ভেবে নিয়ে প্রথম সারির ক্লাব আরদা কারজালির ফুটবলাররা গত রোববার মাঠে নামার আগে এক মিনিট নীরবতাও পালন করে। পরে জানা গেছে, সেই ফুটবলারের মৃত্যু হয়নি। এ ঘটনায় ক্লাবটি দুঃখ প্রকাশ করেছে। বুলগেরিয়ার শীর্ষস্তরের ক্লাব আরদা কারজালির কর্মকর্তারা যে কোনোভাবেই হোক জেনেছিলো, তাদের সাবেক ফুটবলার পেতকো গানশেভ মৃত্যুবরণ করেছে। যে কারণে রোববার লেভস্কি সোফিয়ার বিপক্ষে ম্যাচ শুরুর আগে পেতকো গানশেভের জন্য এক মিনিট নীরবতা পালন করেছিলো আরদা কারজালির ফুটবলাররা। বুলগেরিয়ান লিগে গত রোববার মুখোমুখি হয়েছিলো আরদা কারজালি এবং লেভস্কি সোফিয়া। ম্যাচ শুরুর আগে মাঝ মাঠে দুই দলের ফুটবলাররাই গোল হয়ে দাঁড়ান। পেতকো গানশেভের সম্মানে তারা মাথা নিচু করে এক মিনিটের নীরবতা পালন করেন। এরপর ম্যাচও শুরু হয়ে যায়। তবে ম্যাচ শেষ হওয়ার আগেই এক ফেসবুক পোস্টের মাধ্যমে আরদা কারজালি ভক্ত-সমর্থকদের জানিয়ে দেয়, পেতকো গানশেভের মৃত্যুর বিষয়ে তাদের কাছে ভুল তথ্য এসেছিলো ক্লাবের পক্ষ থেকে লেখা হয়, ‘আরদা কারজালির ম্যানেজমেন্ট আমাদের সাবেক আরদা ফুটবলার পেতকো গানশেভ, তার পরিবার ও আত্মীদের কাছে গভীরভাবে দুঃখ প্রকাশ করে জানাচ্ছে যে, আমরা তার মৃত্যুর বিষয়ে ভুল তথ্য জেনেছিলাম। আমরা আশা করবো, পেতকো আরও অনেক বছর সুন্দর ও ভালো স্বাস্থ্য নিয়ে বেঁচে থাকবেন এবং আরদার সাফল্য উপভোগ করবেন।’ ম্যাচটি শেষ হয় ১-১ গোলে।


এই বিভাগের আরো খবর