সর্বশেষ :
ট্রাইব্যুনাল জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ছাব্বিশের অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি, চলবে ১৫ মার্চ ছেঁড়া নোট ব্যাংক না নিলেই ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক হাদিকে হত্যাচেষ্টা, হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত  পাইকগাছায় নারীদের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত  পাইকগাছায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে শিখন কর্মশালা অনুষ্ঠিত  বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় তাঁতীদল নেতা ড. কাজী মনির জামায়াত ইসলামীর আলোচনায় সভায় বক্তারা:  আধিপত্যবাদি শক্তির বিরুদ্ধে জাতীকে ঐক্য বদ্ধ ভাবে লড়াই করতে হবে
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:২০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রানার পিএসএলে খেলা উচিত : শান্ত

প্রতিনিধি: / ১০১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫

গতির ঝড় দিয়ে ক্রিকেটবিশ্বে তাক লাগিয়ে দিয়েছেন নাহিদ রানা। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও রানাকে নিয়ে হয়েছে প্রচুর মাতামাতি। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেও নিজের খেল দেখিয়েছেন রানা। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে রানাকে প্রশংসায় ভাসিয়েছেন বিশ্বের রথী-মহারথীরা। ডাক মিলেছে পাকিস্তান সুপার লিগ পিএসএলেও। পিএসএলের ড্রাফটে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দল পান নাহিদ রানা। ড্রাফট থেকে রানাকে দলে নেয় পেশোয়ার জালমি। আসন্ন জিম্বাবুয়ে সিরিজের সময়ে পড়বে পিএসএলের বেশ কিছু ম্যাচ। ফলে এই সময়ে বিসিবি থেকে এনওসি পাওয়া যাবে কিনা এ ব্যাপারে কিছু শঙ্কা রয়েছে। তবে বাংলাদেশের টেস্ট এবং ওয়ানডে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, পিএসএলের মত ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেলে খেলতে যাওয়া উচিত নাহিদ রানার। চলমান ডিপিএলে আবাহনীর হয়ে খেলছেন শান্ত। এরই মাঝে মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শান্ত বলেন, ‘আমার মনে হয়, এই ধরনের টুর্নামেন্টে খেলা উচিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট অবশ্যই খেলা উচিত। তবে এটা পুরোটা নির্ভর করবে ক্রিকেট বোর্ড, কোচ, অধিনায়ক – সবকিছুর ওপর।’ শান্ত আরও বলেছেন, ‘আমার মনে হয়, বাইরের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় যদি আমাদের ক্রিকেটাররা খেলা শুরু করে, তাহলে একটা অভিজ্ঞতা তৈরি হবে এবং ওই দায়িত্বটা নেওয়া শিখবে। বাইরের যে ক্রিকেটাররা আছে, তাদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করা, সব মিলিয়ে ভালো একটা অভিজ্ঞতা হবে। আশা করব, এই ধরনের টুর্নামেন্টে আমাদের ক্রিকেটাররা সামনের দিকে খেলার সুযোগ পাবে।’ রানাকে নিয়ে শান্ত আরও বলেছেন, ‘সে (দেশের ক্রিকেটের) খুব ভালো সম্পদ। আমরা দেখছি বিশ্ব ক্রিকেটে কীভাবে তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে। সবচেয়ে ভালো দিক যে জাতীয় দলের ফিজিও এবং আবাহনীর হয়ে যারা কাজ করছে, তারা তার ওয়ার্কলোড ম্যানেজমেন্ট খুব ভালোভাবে মেইন্টেন করছে। সে ওইভাবেই ম্যাচ খেলছে। আল্লাহ্র রহমতে এখন পর্যন্ত ফিট আছে। এনার্জিটা ধরে রেখেছে।’ দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী এপ্রিল মাসে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।


এই বিভাগের আরো খবর