সর্বশেষ :
ট্রাইব্যুনাল জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ছাব্বিশের অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি, চলবে ১৫ মার্চ ছেঁড়া নোট ব্যাংক না নিলেই ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক হাদিকে হত্যাচেষ্টা, হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত  পাইকগাছায় নারীদের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত  পাইকগাছায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে শিখন কর্মশালা অনুষ্ঠিত  বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় তাঁতীদল নেতা ড. কাজী মনির জামায়াত ইসলামীর আলোচনায় সভায় বক্তারা:  আধিপত্যবাদি শক্তির বিরুদ্ধে জাতীকে ঐক্য বদ্ধ ভাবে লড়াই করতে হবে
শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

লারার ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সকে হারালো শচীনের ভারত মাস্টার্স

প্রতিনিধি: / ১০৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৭ মার্চ, ২০২৫

ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগে খেলেন সব সাবেক ক্রিকেটাররা। এরপরও রায়পুরে গত রোববার গ্যালারিতে দর্শক উপস্থিতি ৪৭ হাজার ৩২২ জন। হবেই না বা কেন? এই টুর্নামেন্টের ফাইনালে যে, মুখোমুখি হয়েছিলেন ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকার। শেষ হাসিটা অবশ্য শচীনেরই। ছয় দলের প্রতিযোগিতাটির প্রথম আসরের চ্যাম্পিয়ন হয়েছে শচীন টেন্ডুলকার, যুবরাজ সিংরা। ফাইনালে লারার নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সকে ৬ উইকেটে হারিয়েছে টেন্ডুলকারের নেতৃত্বাধীন ভারত মাস্টার্স দল। প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ১৪৮ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৬ উইকেট ও ১৭ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত দল। ফাইনালে লারা অবশ্য ভালো করতে পারেননি। ৬ বলে ৬ রান করে আউট হয়ে যান ওয়েস্ট ইন্ডিজের টেস্ট ইতিহাসের সফলতম ব্যাটসম্যান। লেন্ডল সিমন্সের ৪১ বলে ৫৭ ও ডোয়াইন স্মিথের ৩৫ বলে ৪৫ রানের সুবাদে ১৪৮ রানের পুঁজি পায় ক্যারিবিয়ানরা। জবাবে ৬৭ রানের উদ্বোধনী জুটিতে ভারতের ভিত গড়ে দেন টেন্ডুলকার ও আম্বাতি রায়দু। আন্তর্জাতিক ক্রিকেটে ১০০ সেঞ্চুরির মাইলফলক ছোঁয়ার ১৩ বছর পূর্তির দিনে ২ চার ও এক ছক্কায় ১৮ বলে ২৫ রান করেন টেন্ডুলকার। অন্যদিকে রায়দু ৯ চার ও ৩ ছক্কায় ৫০ বলে করেন ৭৪ রান। ইউসুফ পাঠান শূন্য রানে ফিরলেও, দলের জয় নিয়ে মাঠ ছাড়েন যুবরাজ (১৩) ও স্টুয়ার্ট বিনি (১৬)।


এই বিভাগের আরো খবর