সর্বশেষ :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মডেল মসজিদ দুর্নীতি: প্রকল্প পরিচালক প্রকৌশলী শফিকুল বরখাস্ত

প্রতিনিধি: / ১২৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫

৫৬০টি মডেল মসজিদ স্থাপন প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) মো. শফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দাখিল করা প্রতিবেদন আদালতে গৃহীত হওয়ায় গত ১৩ মার্চ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপূর্ত অধিদপ্তরের রিজার্ভ অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ৫৬০টি মডেল মসজিদ স্থাপন প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক শফিকুল ইসলামের বিরুদ্ধে ঢাকা-১ দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়ের মামলায় দুদকের দাখিল করা চার্জশিট ২০২১ সালের ২৫ জানুয়ারি আদালত গ্রহণ করেছেন। তাই মো. শফিকুল ইসলামকে ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা ৩৯ (২) অনুযায়ী ২০২১ সালের ২৫ জানুয়ারি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্ত থাকাকালে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।


এই বিভাগের আরো খবর