সর্বশেষ :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

রোহিঙ্গাদের মানবিক সহায়তা কমে যাওয়ায় ‘গভীর উদ্বেগ’ গুতেরেসের

প্রতিনিধি: / ১৩২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

বাংলাদেশে সফররত সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার বিকেলে কক্সবাজারের রোহিঙ্গা ক‍্যাম্প পরিদর্শনে গিয়ে জানিয়েছেন, রোহিঙ্গাদের সব ধরনের সহয়তার বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আরও জোরালোভাবে তুলে ধরবে জাতিসংঘ।

এদিন ১২টা ৪৮ মিনিটে বাংলাদেশ বিমানের একটি চার্টার্ড ফ্লাইট কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন জাতিসংঘের মহাসচিব।

প্রধান উপদেষ্টার প্রেস বিভাগ থেকে জানান হয়েছে, জাতিসংঘের মহাসচিব কক্সবাজার বিমানবন্দরে নেমে বেশ কিছু অনুষ্ঠানিকতা সেরে উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী শিবিরের উদ্দেশে রওনা দেন। সেখানে তিনি বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বেলা ২টা ১০ মিনিটের দিকে রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেন মহাসচিব।

জাতিসংঘ মহাসচিবের কর্মসূচির মধ্যে রয়েছে রোহিঙ্গা লার্নিং সেন্টার, রোহিঙ্গাদের সাংস্কৃতিক কেন্দ্র ও পাটজাত পণ্যের উৎপাদন কেন্দ্র পরিদর্শন। এসব অনুষ্ঠান শেষে জাতিসংঘ মহাসচিব উখিয়ায় প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে ইফতারে যোগ দেবেন।


এই বিভাগের আরো খবর