সর্বশেষ :
ট্রাইব্যুনাল জিয়াউলের বিরুদ্ধে শতাধিক গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ছাব্বিশের অমর একুশে বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারি, চলবে ১৫ মার্চ ছেঁড়া নোট ব্যাংক না নিলেই ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক হাদিকে হত্যাচেষ্টা, হামলায় ব্যবহৃত মোটরসাইকেল ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার চিকিৎসা নিতে পারছেন খালেদা জিয়া, শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল পাইকগাছায় আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত  পাইকগাছায় নারীদের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত  পাইকগাছায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে শিখন কর্মশালা অনুষ্ঠিত  বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ করেন কেন্দ্রীয় তাঁতীদল নেতা ড. কাজী মনির জামায়াত ইসলামীর আলোচনায় সভায় বক্তারা:  আধিপত্যবাদি শক্তির বিরুদ্ধে জাতীকে ঐক্য বদ্ধ ভাবে লড়াই করতে হবে
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আর্সেনাল ও পিএসভির ম্যাচ সমতায় শেষ হলো

প্রতিনিধি: / ৯৮ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচে ডাচ ক্লাব পিএসভি আইন্দোভেনের মাঠে গিয়ে খেলেছিল আর্সেনাল। ওই ম্যাচে স্বাগতিকদের গোলবন্যায় ভাসিয়েছিলো ইংলিশ প্রিমিয়ার লিগ জায়ান্টরা। শেষ পর্যন্ত ৭-১ গোলের বিশাল ব্যবধানে জিতে বাড়ি ফিরে এসেছে তারা। ৭-১ গোলে জয়, চোখ বন্ধ করে বলে দেয়া যায়- চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত আর্সেনালের। ফিরতি লেগের ম্যাচ হবে শুধু নিয়মরক্ষার। পিএসভি কর্তৃপক্ষও বিষয়টা বুঝতে পেরে তাদের দর্শকদের, যারা লন্ডনে এসে আর্সেনাল ও পিএসভির ফিরতি পর্বের ম্যাচ দেখবে, তাদেরকে টিকিটে কিছু ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছিল। তবে গত বুধবার রাতে এমিরেটস স্টেডিয়ামে দর্শকদের হতাশ হতে হয়নি। কোয়ার্টার ফাইনালে যেতে পারবে না জেনে বেশ ভালো খেলা উপহার দিয়েছে পিএসভি ও আর্সেনাল। ম্যাচ শেষ হয়ে ছে ২-২ গোলের সমতায়। শেষ পর্যন্ত দুই লেগ মিলে ৯-৩ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনালে উঠলো গানাররা। যেখানে তারা মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদের। আর্সেনালের হয়ে ম্যাচের ষষ্ঠ মিনিটেই গোল করেন ওলেকজান্ডার জিঙ্কসেঙ্কো। ১৮তম মিনিটে পিএসভিকে সমতায় ফেরান ইভান পেরিসিক। ৩৭ মিনিটে আবারও আর্সেনালকে লিড এনে দেন ডেকলান রাইস। ৭০তম মিনিটে পিএসভিকে আবারও সমতায় ফেরান চুহাইব দ্রিউখ। শেষ পর্যন্ত ২-২ গোলেই শেষ হয় আর্সেনাল-পিএসভি ম্যাচ।


এই বিভাগের আরো খবর