স্বাস্থ্য: স্কুলগামী শিশুদের বিভিন্ন রকম শারীরিক ও মানসিক সমস্যার জন্য বাবার বেশি বয়সে সন্তান জন্মদান দায়ী বলে গবেষকরা জানতে পেরেছেন। সামপ্রতিককালে শিশুদের অটিজমে আক্রান্ত হওয়া, ‘অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাকটিভিটি ডিজঅর্ডার’(এডিএইচডি) বা অমনযোগিতা, দ্বান্দ্বিক মনোভাব (বিপোলার ডিজঅর্ডার), ভগ্নমনস্কতা ও আত্মহত্যার প্রবণতাসহ এ ধরনের আরো সমস্যা নিয়ে গবেষণা চালান বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্র ও সুইডেনের বিজ্ঞানীদের এ গবেষণা প্রতিবেদন ‘জেএএমএ সাইকোয়েট্রি’ নামের একটি ওয়েব সাইটে প্রকাশিত হয়।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা ইউনিভার্সিটি এবং সুইডেনের কারোলিনিস্কা ইনস্টিটিউট সমপ্রতি শিশুস্বাস্থ্যের ওপর দেরিতে সন্তান জন্ম দেয়া বাবাদের ভূমিকা নিয়ে গবেষণা চালায়। তারা ১৯৭৩ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত সুইডেনের ২৬ লাখ মানুষের ওপর পর্যবেক্ষণ করে। সেখানে ২০ বছরের আশপাশের বয়সের বাবার সন্তানদের চেয়ে ৪৫ এর বেশি বয়সের বাবার সন্তানদের মধ্যে বিভিন্ন সমস্যা লক্ষ্য করেন গবেষকরা। এতে আরো যেসব পার্থক্য দেখা যায় তা হল, ৪৫ বছরের বেশি বয়সী বাবাদের শিশুদের মধ্যে অটিজমের প্রবণতা তিনগুণ বেশি, এডিএইচডি ১৩ মাত্রায় বেশি, মানসিক বৈকল্য দ্বিগুণ বেশি, দ্বান্দ্বিক মনোভাব বা বিপোলার ডিজঅর্ডার ২৫ গুণ বেশি এবং এসব শিশুদের স্কুলে যাওয়ার প্রবণতাও অনেক কম।