সর্বশেষ :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ড. মুহাম্মদ ইউনূস ছয় অদম্য নারীর হাতে পুরস্কার তুলে দিলেন

প্রতিনিধি: / ১৩৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ মার্চ, ২০২৫

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ছয়জন নারীকে বিশেষ সম্মাননা প্রদান করেছেন নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন ড. ইউনূস, যিনি নারীর ক্ষমতায়ন ও সমাজে তাদের অবদানের গুরুত্ব তুলে ধরেন।

 

পুরস্কারপ্রাপ্ত নারীরা হলেন:
শরিফা সুলতানা: অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য।
হালিমা বেগম: শিক্ষা ও কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য।
মেরিনা বেসরা: সফল জননী হিসেবে তার ভূমিকার জন্য।
লিপি বেগম: জীবনসংগ্রামে জয়ী নারী হিসেবে।
মো. মুহিন (মোহনা): সমাজ উন্নয়নে অসাধারণ অবদানের জন্য।
বাংলাদেশ মহিলা ক্রিকেট দল: বিশেষ সম্মাননা হিসেবে ক্রীড়ায় তাদের অবদানের জন্য।

 

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নারীর ক্ষমতায়ন ও সমাজে তাদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতেও এ ধরনের সম্মাননা চালিয়ে যাওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানটি সফলভাবে পরিচালনা করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি।

এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি নারীদের সমাজে তাদের অবদানের স্বীকৃতি প্রদানের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়েছে। ড. ইউনূস তার বক্তব্যে নারীর ক্ষমতায়নের ওপর জোর দিয়ে বলেন, “নারীরা যখন এগিয়ে আসে, তখন সমাজও এগিয়ে যায়। তাদের অবদানকে স্বীকৃতি দেওয়া আমাদের সকলের দায়িত্ব।”

এই অনুষ্ঠানের মাধ্যমে নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে তাদের ভূমিকা আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়। নারী দিবসের এই আয়োজন নারীদের প্রতি সম্মান ও তাদের অর্জনের প্রতি শ্রদ্ধা জানানোর একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।


এই বিভাগের আরো খবর