বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘অপুর ক্যাফে’ ইউটিউবে রমজানজুড়ে

প্রতিনিধি: / ২৮০ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১০ মার্চ, ২০২৪

বিনোদন: নিজের ইউটিউব চ্যানেলের জন্য অনুষ্ঠান নির্মাণ করছেন অপু বিশ্বাস। পুরো রমজান মাস ‘অপুর ক্যাফে’ উপস্থাপনার পাশাপাশি রান্নাবান্নাও করবেন অভিনেত্রী। এরই মধ্যে শুটিং হয়েছে কয়েকটি পর্বের। প্রথম পর্বের অতিথি জয় চৌধুরী। চলচ্চিত্রে জুটি বেঁধে নিয়মিত অভিনয় করেন অপু-জয়। সেই থেকে সম্পর্কটাও দারুণ। অপু বলেন, ‘আমার চ্যানেলটি নিয়ে খুব একটা কাজ করা হয়নি। তবে ভক্তদের ভালোবাসায় এরই মধ্যে সাড়ে ৯ লাখের বেশি গ্রাহক। ভেবে দেখলাম, রোজায় রান্নাবান্নার একটি অনুষ্ঠান করি। যেই ভাবা সেই কাজ। নিয়মিত শুটিং করছি। রোজার প্রথম দিন থেকেই অনুষ্ঠানটি দেখা যাবে। স¤প্রতি অভিনয়ের পাশাপাশি নিজের ব্যবসা নিয়েও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন অপু বিশ্বাস। পার্লার ও রেস্তোরাঁ ব্যবসার পাশাপাশি বর্তমানে রিমার্ক হারল্যান ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। শনিবার বিকেলে সিরাজগঞ্জে হারল্যান-এর নতুন শো রুম উদ্বোধনে হাজির ছিলেন অভিনেত্রী। অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে ‘ট্র্যাপ’ও ‘ছায়াবৃক্ষ’ ছবিতে। ‘ট্র্যাপ’ সিনেমায় তার বিপরীতে ছিলেন জয় চৌধুরী। অন্যদিকে ‘ছায়াবৃক্ষ’ ছবিতে অপুর বিপরীতে ছিলেন নিরব হোসাইন।


এই বিভাগের আরো খবর